Rohit Sharma. ( Photo Source: Sydney Seshibedi/Gallo Images/Getty Images )
দক্ষিণ আফ্রিকার মাঠে রোহিত শর্মার টেস্ট রেকর্ড একেবারেই ভাল নয়। এবার সেই পরিসংখ্যানটাই বদলের লক্ষ্য নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সেই কাগিসো রাবাডা কাঁটাতেই ফের একবার আটকে গেলেন রোহিত শর্মা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রান পেতে ব্যর্থ হলেন ভারতীয় দলের এই তারকা অধিনায়ক। প্রথম ইনিংসে অবশ্য রানের খাতা খুতে পেরেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে এক রানও করতে পারলেন না ভারতীয় দলের অধিনায়ক। ০ রানেই সাজঘরে ফিরে যেতে হল ভারতীয় দলের অধিনায়ককে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৫ রানে সাজঘরে ফিরতে হয়েছিল ভারতীয় দলের অধিনায়ককে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অতীতেও খুব একটা ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। বিশেষ করে কাগিসো রাবাডার বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স একেবারেই ভাল নয়য। শেষ সাতবারের সাক্ষাতে সাতবারই কাগিসো রাবাডার কাছে আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে রোহিত শর্মাকে। এবারও সেই চিত্রটা একেবারেই বদলালো না। প্রথম টেস্টে রোহিত শর্মার এই পারফরম্যান্স দেখার পর যে অনেকেই নানান কথাবার্তা বলতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।
কাগিসো রাবাডার বিরুদ্ধে টেস্টে সাতবার আউট হলেন রোহিত শর্মা
দ্বিতীয় দিন ভারতের বিরুদ্ধে ১৬৩ রানের লিড নিয়েই থেমেছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। প্রথম ইনিংসে রান না পেলেও এই ইনিংসে রোহিত শর্মার ব্যাট থেকে সকলেই একটা বড় ইনিংসের লক্ষ্যে ছিলেন। কিন্তু সেখানেও সকলকে আশাহতই হতে হয়েছে। সেই কাগিসো রাবাডার বোলিংয়ের সামনেই মাথা নত করতে বাধ্য হয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
বোল্ড আউট হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমে কাগিসো রাবাডার বিরুদ্ধে সাতবার আউট হতে হল রোহিত শর্মাকে। এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখানোর পর থেকেই রোহিত শর্মাকে নিয়ে সকলের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারত অধিনায়ক। সেইসঙ্গে গড়েছিলেন একাধিক রেকর্ডও। তারপরই এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিলেন তিনি। কিন্তু ব্যর্থতা ছাড়া আর কিছুই পেলেন না রোহিত শর্মা।
দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মা ঘুরে দেঁড়াতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।
The post রাবাডা কাঁটাতেই আবারও বিদ্ধ হলেন রোহিত শর্মা, দ্বিতীয় ইনিংসে ফিরলেন ০ রানে appeared first on CricTracker Bengali.