Rinku Singh. ( Image Source: X(Twitter)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানেই এবার ভারতীয় দলে রয়েছেন রিঙ্কু সিং। আইপিএলের পর দেশের জার্সিতেও দুরন্ত ফর্মে রয়েছেন রিঙ্কু সিং। তাঁকে নিয়েই এবার এক বিরাট বার্তা দিলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার আম্দ্রে রাসেল। ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ দেখছেন তিনি। কিন্তু সেটা নাকি একেবারেই রিঙ্কু সিংয়ের জন্য দেখছেন আন্দ্রে রাসেল। এমনকি তিনি নাকি ম্যাচের হাইলাইটসও যখন দেখেন সেটা নাকি একেবারেই রিঙ্কু সিংয়ের জন্যই দেখেন এই তারকা ক্যারিবিয়ান স্টার।
ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের হাইলাইটস নাকি বারবারই তিনি দেখছেন রিঙ্কু সিংয়ের জন্য। কলকাতা নাইট রাইডার্সে তারা দুজন একসঙ্গে খেলেন। সেখানে অনেক কাছ থেকেই রিঙ্কু সিংকে দেখেছেন আন্দ্রে রাসেল। এমনকী রিঙ্কু সিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ নেট প্রস্তুতি সারার অভিজ্ঞতা রয়েছে এই তারকা ক্রিকেটারের। সেই সময় থেকেই রিঙ্কুর অন্যতম ভক্ত তিনি। এবার দেশের জার্সিতে অস্ট্রেলিয়ার মতো বিপক্ষের বিরুদ্ধে নেমেছেন রিঙ্কু সিং। এই সিরিজে রাসেলের চোখ রাখার অন্যতম কারণটাই হলেন রিঙ্কু সিং।
দ্বিতীয় ম্যাচে ৯ বলে ৩১ রান করেছিলেন রিঙ্কু সিং
এই প্রসঙ্গে আন্দ্রে রাসেল জানিয়েছেন, আমি ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ম্যাচের দিকে চোখ রাখছি। সেখানেই যদি হাইলাইটস দেখি, সেটা একেবারেই রিঙ্কু সিংয়ের জন্য দেখি। রিঙ্কু সিং যা করছেন তা দেখে আমি একেবাকেই চমকে যাচ্ছি না। তিনি বহু বছর আগেই কলকাত নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন। ম্যাচেই হোক কিংবা নেটে, যখনই তাঁকে আমরা ব্যাটিং পারফরম্যান্স করতে দেখেছি, সেখানেই তাঁর দক্ষতার প্রকাশ পেয়েছে। তিনি সেই বড় শটগুলো খেলতে পারেন।
ভারতীয় দলের হয়ে এই সিরিজে পাঁচ নম্বরে নামছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচে শেষপর্যন্ত থেকে নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে সেই একই পারফরম্যান্সের ঝলক দেখা গিয়েছিল। দ্বিতীয় টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ৯ বলে তাঁর ৩১ রানের ইনিংস জুড়ে ছিল চারটি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি। সেই পারফরম্যান্স দেখে ম্যাচ শেষেই নিজের স্বস্তির কথা জানিয়েছিলেন সূর্যকুমার যাদব।
এবারের আইপিএলে নাইট রাইডার্স লিগ পর্বের গন্ডী টপকাতে না পারলেও সেখানে রিঙ্কু সিং ছিলেন সুপার হিট। তাঁর এক ওভারে পাঁচটি ছয়ের ইনিংস এখনও পর্যন্ত সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। দেশের জার্সিতেও সেই পারফরম্যান্স বজায় রেখেছেন এই তরুণ ক্রিকেটার। তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই আপ্লুত সকলে। রিঙ্কুর প্রশংসাই এখন শোনাযাচ্ছে সকলের মুখে।
The post রিঙ্কু সিংয়ের জন্যই ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ দেখছেন আন্দ্রে রাসেল appeared first on CricTracker Bengali.










