রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়

জুলাই 30, 2023

No tags for this post.
Spread the love

Virat Kohli and Rahul Dravid. (Photo Source: Twitter/imvkohli)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিেজেরশুরুিটাজয় গিয়ে করলেও দ্বিতীয় ম্যাচেই বড়সড় ধাক্কা খেয়েছে ভারত। ওয়েস্্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ক্যারি্বিয়ান ব্রিগেডের বিরুদ্ধে এই ম্যাচে অবশ্য দলের দুই তারকা ক্রিকেটচরদের বিশ্রাম দেওয়ারইসিদ্ধান্ত নেিয়েছিল টিম ম্যানেজেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। যদিও সেই ম্যাচে জিততে পারেনি টিম ইন্ডিয়া। ম্যাচ শেষেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে  ভারকতীয় দলের প্রথম একাদশে না রাখার কথা নিয়েি মুখ খুললেন রাহুল দ্রাবিড়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এইঅই সিরিজটা যে ভারতীয় গদলের কাছে অন্যতম প্রস্তচুতি শিবির তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই নিজেদের প্রস্তুত করছে টিম ইন্ডিয়া। এরপর যে দল নিয়ে পরীক্ষা নীরিক্ষা করার সুোগটা বারতের সামনে খুব একটা নেই তা রাহুল দ্রাবিড়ের কথাতেই স্পষ্ট। সেই কারণে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেই দল নিয়ে নানান পরীক্ষা নীরিক্ষা করে নিতে চেয়েছিল ভারতীয়. টিম ম্যানেজমেন্ট। আরক সেই কথা মাথায় রেখেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতচো ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল তারা।

দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল

যদিও এই দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্দধেো সাফল্য় পায়নি ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় শিবিরে রয়েছে তারুণ্যের আধিক্য। তরুণ ক্রিকোটারদের সুযোদ দেওয়ার জন্য এই মঞ্চটাই আদর্শ বলে মনে করছেন রাহুল দ্রকাবিড়। এছাড়া ভারতীয়দলের েবশ কিছু ক্রিকেটার এখন চোটপেয়ে এনসিে-তে রয়েছেন।  এখানে সেই কারণেই তরুম ক্রিকটারদের সুযোগ দেওয়া হয়েছিল বলে জানাচ্ছেন রাহুল দ্রাবিড়।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এটাই শেষ সুযোগ ছিল যেখানে আমাদের অন্যান্য কিছু ক্রিকেটারদের সুযোগ দিতে চেয়েছিলাম আমরা। সেখানেই এমন কিছু ক্রিকেটার আমাদের রয়েছেন যারা এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন। এশিয়া কাপ শুরু হতে আর এক মাস বাকি রয়েছে। তার আগে অনেকটাই সময়আমাদের হাত থেকে বেড়িয়ে যাচ্ছে। আমরা আশাবাদী যে সেই চোট পওয়া ক্রিকেটারদের মধ্যে কাওকে আমরা নিশ্চয়ই এশিয়াকাপের মঞ্চে পাব। এমন একটা সিরিজ যেখানে মাত্র দুই থেকে তিনটে ম্যাচ খেলা হবে সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলিয়ে গেলে সব উত্তর আমরা পাব না”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ওডিাউতেও ভারতীয় দল ভাল ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারেননি। হার্দজিক পান্ডিয়া, শুভমন গিল থেকে সূর্যকুমার যাদবরা সকলেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তৃতীয় ম্যাচজিতে বারতীয় দললএই সিরিজও নিজেদের দখলে রখতে পারে কিনা সেটাই এখন দেখার।

The post রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador