Asia Cup. (Photo Source: Twitter)
এশিয়া কাপ ২০২৩-এর প্ৰথম প্রোমো এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর প্রোমো প্রকাশ করে সকলের নজর কেড়েছিল স্টার স্পোর্টস। এইবার এশিয়া কাপের আরেকটি দুর্দান্ত প্রোমো প্রকাশ করেছে তারা। নতুন ১ মিনিটের প্রোমোটিতে ভারতীয় দলের সমর্থকদের উন্মাদনাকে তুলে ধরা হয়েছে। কিন্তু রোহিত শর্মার ভক্তদের এই প্রোমোটি খুব একটা পছন্দ হয়নি কারণ ভিডিওটিতে একবারের জন্যও ভারতের অধিনায়ককে দেখা যায়নি।
প্রোমোটির শুরুতে দেখা যাচ্ছে যে ভারতীয় দলের সমর্থকদের হাত নাড়ছেন। এরপর দেখা যায় যে ম্যাচ চলাকালীন ভক্তরা প্রার্থনা করছেন যাতে খেলোয়াড়রা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেন। এই প্রোমোটিতে সমর্থকদের আবেগকে সুন্দরভাবে দেখানো হয়েছে। এই ভিডিওটির মুখ হলেন বিরাট কোহলি। তার ব্র্যান্ড ভ্যালু যে আকাশ ছোঁয়া তা আমরা সকলেই জানি। সারা বিশ্বজুড়ে তার অনেক ভক্ত রয়েছে। তাই এই ভিডিওতে তার উপর কেন ফোকাস করা হয়েছে সেই ব্যাপারে কারোর মনে প্রশ্ন জাগেনি।
তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির পাশাপাশি রোহিত শর্মারও অনেক ভক্ত রয়েছে। রোহিতের ভক্তরা তাকে এই প্রোমোতে দেখতে না পেয়ে অসন্তুষ্ট হয়েছেন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “ভারতীয় দল মানে শুধুই বিরাট কোহলি নয়। আপনারা এই প্রোমোটিতে বাকিদেরও অন্তর্ভুক্ত করতে পারতেন।”
আরেক ব্যবহারকারী লিখেছেন, “এটি বিরক্তিকর, যে কোনো খেলোয়াড়ই স্টার স্পোর্টস বা জিও সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন না কেন, আপনার ভারতীয় অধিনায়ককে সম্মান করা উচিত, আমাদের প্রোমো নিয়ে কোনও সমস্যা নেই, তবে অধিনায়কের পোস্টারে বিরাটকে রাখা আপনাদের মানসিকতাকে প্রকাশ করছে।”
Through thick & thin, fans always have their hands up in support of #TeamIndia. Now, we back them to conquer both Asia & the world! 🙌🏻🏆
Tell us your favourite #HandsUpForIndia moment in the comments.
Tune-in to #AsiaCupOnstar
Aug 30 Onwards | Star Sports Network#Cricket pic.twitter.com/z7zSlbqBfz
— Star Sports (@StarSportsIndia) August 8, 2023
আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপ ২০২৩-এ ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে চাইবে ভারতীয় দল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এরপর তাদের সামনে এখন দুটি বড় টুর্নামেন্ট রয়েছে, একটি হল এশিয়া কাপ এবং আরেকটি হল ওডিআই বিশ্বকাপ।
আগেরবার এশিয়া কাপ জিততে পারেনি ভারতীয় দল। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছিল শ্রীলঙ্কা। ওডিআই বিশ্বকাপের আগে একটি বড় টুর্নামেন্ট জিততে পারলে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়বে। তাই এশিয়া কাপ ২০২৩-এ নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন ভারতীয় দলের খেলোয়াড়রা। শেষমেশ ভারত এশিয়া কাপ জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post “রোহিত শর্মা কোথায়?” – এশিয়া কাপ ২০২৩-এর নতুন প্রোমো প্রকাশ করল স্টার স্পোর্টস appeared first on CricTracker Bengali.