KL Rahul. (Photo Source: Instagram)
মঙ্গলবারই বিশ্বকাপের জন্যভারকতীয়দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। সেই দল ঘোষণা হওয়ার থেকেই যে নানান আলোতনা শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও অজিত আগরকর কিন্তু এই দল নিয়ে বেশ আশাবাদী। তাঁর মতে লোকেশ রাহুল ভারতীয় দলে ফেরার পরই এই দলের ভারসাম্য অনেক বেড়েছে। ঈশান কিষাণ ও লোকেশ রাহুলকে একসঙ্গে এই দলে রেখেছে ভারতীয় দলের নির্বাচকরা। আর তাতে ভারতীয় দলের ভারসাম্য অনেকটাই বাড়বে বলে মনে করছেন অডিত আগরকর।
চোটের জন্য এশিয়া কাপের মঞ্চে এখনও পর্যন্ত নামতে পারেননি লোকেশ রাহুল। তবে সুপার ফোরের মঞ্চেই নামবেন তিনি। সেখানে লোকেশ রাহুল কেমন পারফরম্যান্স করে তা তো সময়ই বলবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে অজিত আগরকর যে এই দল নিয়ে বেশ আশাবাাদী তা বলার অপেক্ষা রাখে না। দল ঘোষণার পরসাংবাহিক সম্মেলনে এসেই সেই বার্তা কার্যত শোনা গিয়েছে ভারতীয় দলের প্রধাি নির্বচকের মুখ থেকে।
এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ছিলেন লোকেশ রাহুল
এই দলে যারা রয়েছেন তাদের ওপর ভরসা করা যায় বলেই নাকি এই দলে রাখা হয়েছে। তারা যে আসন্ন বিশ্বকাপের মঞ্চে ভাল পারফরম্যান্স করবেন এমনটাই মনে করছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁর মতে এনসিএতে থাকাকালীন প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুল ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছিলেন। সেই পারফরম্যান্স ভারতীয় দলের নির্বাচক সহ টিম ম্যানেজদমেন্টেরও নজর কেড়েছে। এই তারকা ক্রিকেটারের ভারতীয় দলে প্রত্যাবর্তন দলে অনেক বেশী ভারসাম্য আনবে বলেই মনে করছেন অজিত আগরকর।
এই প্রসঙ্গে সাংবাগিত সম্মেলনে তিনি জানিয়েছেন, “লোকেশ রাহুল এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আমাদেরক মনে হয়তাঁর দলে থাকাটা আমাদের অনেক বেশী ভারসাম্য যোগাবে। লোকেশ রাহুল দলের রসঙ্গে বেঙ্গালুরুতে ছিল। সেখানে তাঁর হাল্কা চোটের দিকে আমাদের সকলেরই যথেষ্ট ভালভাবে নজর ছিল। সেষ কয়েকদিনে তিনি ৫০ ওবারের প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ ব্যাটিমও করেছিলেন লোকেশ রাহুল। তাঁকে নিয়ে আমরা যথেষ্ট খুশি”।
অন্যদিকে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আরেক তারকা ক্রিকেটার ঈশান কিষাণও। তাঁকে দলে রাখার যে চিন্তাটা নির্বাচকদের ছিলতা অজিত আগরকর উপভোগ করেছেন বলেই জানাচ্ছেন। লোকেশ রাহুলের সঙ্গে উইকেট কিপার ব্যাটার হিসাবে ঈশান কিষাণের থাকাটা ভারতীয় দলকে অনেক বেশী শক্তি যোগাবে বলেই মনে করছেন তিনি।
The post লোকেশ রাহুলের দলে আসায় ভারতীয় শিবিরে ভারসাম্য বেড়েছে, মনে করছেন অজিত আগরকর appeared first on CricTracker Bengali.