“শাদাব নিঃসন্দেহে একজন খুব ভালো বোলার, তবে তিনি সংগ্রাম করছেন” – শোয়েব মালিক

অক্টো. 17, 2023

Spread the love

Shadab Khan. (Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ পরপর দুটি ম্যাচে জয় পাওয়ার পর ভারতের সামনে এসে পাকিস্তানকে হারতে হয়। পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান এই মুহূর্তে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই তাকে সমস্যার মধ্যে পড়তে দেখা যাচ্ছে।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক বলেছেন যে শাদাব খানকে আসন্ন ম্যাচটি থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। শাদাব চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩৪ রান করেছেন এবং ২টি উইকেট নিয়েছেন। ২০শে অক্টোবর, শুক্রবার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচটি খেলতে নামবে পাকিস্তান। এই ম্যাচটিতে শাদাব প্ৰথম একাদশে থাকেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

এ স্পোর্টসকে শোয়েব মালিক বলেন, “শাদাব নিঃসন্দেহে একজন খুব ভালো বোলার, কিন্তু তিনি সংগ্রাম করছেন। আপনি যদি দেখেন, অ্যাডাম জাম্পা সোমবার লখনউতে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট লাভ করলেও সঠিক জায়গায় তার লেগ-স্পিন বোলিং করতে পারেননি, কিন্তু তার স্লাইডার এবং গুগলি সঠিকভাবে অবতরণ করছিল।”

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার যোগ করেছেন, “পাকিস্তান দল শাদাব খানের কাছ থেকে ১০ ওভার আশা করে, চার বা ছয় নয়। সেই কারণেই আমি মনে করি তার বদলে অন্য কাউকে খেলানো উচিত।”

“তিনি একজন রহস্যময় বোলার হতে পারতেন এবং তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা উচিত ছিল” – মিসবাহ-উল-হক

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াহাব রিয়াজ বলেছেন যে শাদাব খান এবং মহম্মদ নওয়াজকে একসাথে প্ৰথম একাদশে রাখা উচিত নয়। অন্যদিকে, পাকিস্তানের আরেক প্রাক্তন ক্রিকেটার মিসবাহ-উল-হক আবরার আহমেদকে খেলানোর কথা বলেছেন।

ওয়াহাব রিয়াজ বলেন, “পাকিস্তানের হয়ে শাদাব ও নওয়াজের একসঙ্গে খেলা উচিত নয়। আমি বরং উসামা মীরকে এই দুইজনের মধ্যে যেকোনো একজনের জায়গায় রাখতে চাই। পাকিস্তান অলরাউন্ডারদের নিয়ে আচ্ছন্ন, কিন্তু পেসাররা ভালো পারফর্ম না করলে আমাদের স্ট্রাইক বোলার কে হবে তা আমরা বুঝতে পারিনি। আপনার কাছে এমন বোলারদের থাকা দরকার যারা আপনাকে উইকেট দেবে।”

মিসবাহ-উল-হক বলেন, “আবরারকে খেলাতে হবে। পিএসএলে তিনি পাওয়ারপ্লেতে বল করতেন। এই টুর্নামেন্টে একটি দল শুধুমাত্র একবার আপনার মুখোমুখি হবে, এটি দ্বিপাক্ষিক সিরিজের মতো নয়। তিনি একজন রহস্যময় বোলার হতে পারতেন এবং তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা উচিত ছিল।”

The post “শাদাব নিঃসন্দেহে একজন খুব ভালো বোলার, তবে তিনি সংগ্রাম করছেন” – শোয়েব মালিক appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador