Virat Kohli and Rohit Sharma. ( Image Source: BCCI/Twitter )
এশিয়া কাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। সেখানেই তাদের সামনে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। গত শুক্রবার থেকেই এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই তাদের সামনে পাকিস্তান। সেই দলেই রয়েছে শাহিন আফ্রিদি। পাকিস্তানের এই বাঁহাতি বোলারকে জবাব দেওয়ার প্রস্তুতিতেই এখন ব্যস্ত বিরাট কোহলি ও রোহিত শর্মা। জরকদমে চলেছে তাঁকে আটকানোর ছক কষা।
আন্তর্জাতিক মঞ্চে শাহিন আফ্রিদে যেকোনও ক্রিকেটারের কাছেই ত্রাস। ভারতীয় দলের টপ অর্ডারকে ভাঙতে পাকিস্তান যে এই তারকা পেসারকেই প্রধান অস্ত্র হিসাবে কাজে লাগাবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা মাথায় রেখেই শাহিন আফ্রিদিকে আটকানোর প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এই পাক বোলারের বিরুদ্ধে ভারতীয় দলের দুই তারকারই পরিসংখ্যান খুব একটা ভাল নয়। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।
আন্তর্জাতিক মঞ্চে শাহিন আফ্রিদির বিরুদ্ধে পরিসংখ্যান ভাল নয় রোহিত শর্মার
এই মুহূর্তে বেঙ্গালুরুতে এনসিএ-তে প্রস্তুতি সারছে ভারতীয় শিবির। সেখানেই শনিবার থেকে দুভাগে ব্যাটিং জুটি সাজিয়ে নিয়ে নিজেদের প্রস্তুতি সারছেন ভারতীয় দলের ব্যাটাররা। সেই প্রস্তুতিতেই আনা হয়েছে অনিকেত চৌধুরীকে। বাঁহাতি বোলার হওয়ার পাশাপাশি তাঁর বোলিং স্টাইলও নাকি অনেকটা শাহিন আফ্রিদির মতো। শোনাযাচ্ছে তাঁকে নাকি রোহিত শর্মার সঙ্গে নেটে বেশীক্ষণ সময় কাটানোর কথা বলা হয়েছে। একইসঙ্গে বিরাট কোহলি ও লোকেশ রাহুলকেও নেটে বোলিং করছেন তিনি। শাহিন আফ্রিদিকে আটকানোর জন্য ভারতীয় দলের ব্যাটাররা যে নিজেদের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না তা বেশ স্পষ্ট।
বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের সমস্যায় পড়ার কথা নতুন কিছু নয়। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ আমির সমস্যায় ফেলেছিল ভারতীয় দলের ব্যাটারদের। ২০১৯ সালে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধেও ভারতীয় দলের ব্যাটারদের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। একই চিত্র দেখা গিয়েছিল ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে সাহিন আফ্রিদির বোলিংয়ের বিরুদ্ধেও। তিনি একাই কার্যত ভারতীয় দলের ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন সেবার।
সেই কারণেই এবারের এশিয়া কাপে নামার আগে বাঁহাতি পেসারের বিরুদ্ধে খেলার ওপরই বাড়তি জোর দিচ্ছে টিম ইন্ডিয়া। বিশেষ করে ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাই সেই প্রস্তুতি সবচেয়ে বেশী সারছেন। এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে রোহিত শর্মা এবং শাহিন আফ্রিদি মাত্র দুবার মুখোমুখি হয়েছেন। সেখানে একবার ১৯ রান করেছিলেন তিনি। সেইসঙ্গে ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে শূন্য রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন।
The post শাহিন আফ্রিদিকে আটকাতে বাঁহাতি পেসারের বিরুদ্ধে প্রস্তুতি বিরাট কোহলি ও রোহিত শর্মার appeared first on CricTracker Bengali.