Wasim Akram. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৪ থেকে ছিটকে গেছে শাহীন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স। শেষ ৫ ওভারে বল হাতে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি লাহোর কালান্দার্স। শেষমেশ ম্যাচের অন্তিম বলে গিয়ে তাদের হারতে হয়। শেষ ওভারে অধিনায়ক শাহীন আফ্রিদি বোলিং করছিলেন। শেষ বলে ছয় মেরে মহম্মদ ওয়াসিম জুনিয়র কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে ম্যাচটি জিতিয়ে দেয়।
পাকিস্তানের ৫৭ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম ডেথ ওভারে বল হাতে শাহীন আফ্রিদির খারাপ বোলিং পারফরম্যান্সের ব্যাপারে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে শাহীন ডেথ ওভারে লেন্থ বল করবেন বা কাটার মারবেন, এটি ব্যাটাররা বুঝে গেছেন। এই কারণেই ডেথ ওভারে শাহীন অনেক রান দিয়ে ফেলছেন বলে মনে করছেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার।
ওয়াসিম আকরাম বলেন, “এমনকি নতুন বলের ক্ষেত্রেও, আমরা সবাই একসাথে এটি দেখছিলাম, সে হাফ ভলি বল করছিল। তাকে বুঝতে হবে ব্যাটাররা এখন বুঝতে পেরেছে যে শাহীনের প্ৰথম দুই বলই ইয়র্কার হবে। ডেথে তিনি হয় স্লোয়ার কাটার বল করবেন অথবা রাউন্ড দ্য উইকেট থেকে স্টাম্পে বল করবেন। ব্যাটাররা এখন এটির জন্য প্রস্তুত থাকেন।”
শাহীন আফ্রিদি কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ম্যাচটিতে বল হাতে ৪ ওভারে ৪১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, ব্যাট হাতে তিনি অর্ধশতরান করতে সক্ষম হয়েছিলেন। তিনি ৩৪ বলে ৫৫ রান করেছিলেন। তাঁর ইনিংসে ছিল ২টি চার এবং ৪টি ছয়।
শাহীন আফ্রিদির উপরে ব্যাটিং করতে আসা নিয়েও মুখ খুলেছেন ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম শাহীন আফ্রিদির উপরে ব্যাট করতে আসাকে ভালো চোখে দেখেননি। তাঁর মতে, পাকিস্তানের এই অভিজ্ঞ ক্রিকেটারের সিকান্দার রাজা এবং ডেভিড উইজকে উপরে পাঠানো উচিত ছিল।
পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, “শাহীন রান পেয়েছেন। কিন্তু তাদের বড় দুই হিটার সিকান্দার রাজা (পাঁচ বল পেয়েছেন) এবং ডেভিড উইজ সুযোগ পাননি।”
এই ম্যাচটিতে লাহোর কালান্দার্স প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান তুলতে সক্ষম হয়েছিল। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৯ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল রাইলি রোসোর নেতৃত্বাধীন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।
The post শাহীন আফ্রিদির বোলিংয়ের সমালোচনা করলেন ওয়াসিম আকরাম appeared first on CricTracker Bengali.