Shubman Gill & Shreyas Iyer. ( Photo Source: SAJJAD HUSSAIN/AFP via Getty Images )
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরেই সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। শেষ ম্যাচে রাজককোটে নামবে ভারতীয় দল। সেখানে জিততে পারলেই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা সম্পূর্ণ হবে টিম ইন্ডিয়ার। দ্বিতীয় ম্যাচে ভারতের অবশ্য সিরিজ জয়ের পিছনে প্রধান কারিগ়ড় ছিলেন শ্রেয়স আইয়ার ও শুভমন গিল। তাদের ২০০ রানের পার্টনারসিপে ভর করেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে ম্যাচ শেষের পর সেই শুভমন গিলকেই প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। ক্রিজের অপর প্রান্ত থেকে শুভমন গিলের পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন শ্রেয়স আইয়ার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই তারকা ক্রিকেটারই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন। চোট সারিয়ে ফেরার পর এই ম্যাচেই সেঞ্চুরী পেয়ে সকলকে খানিকটা স্বস্তি দিয়েছেন শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের মঞ্চে সেরা ক্রিকেটারও হয়েছিলেন এই তারকা ক্রিকেটারই। সেই মঞ্চেই শুভমন গিলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। তারা দুজন মিলে ২০০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এদিন। সেখানেই ক্রিজের অন্য প্রান্তে দাঁডিয়ে শুভমন গিলের খেলা যে তিনি কতটা উপভোগ করেছেন সেই কথাই জানিয়েছেন শ্রেয়স আইয়ার।
১০৫ রান করে ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়স আইয়ার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে শুভমন গিলও কেররিয়ারের ষষ্ঠ সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন। ৯২ বলে কেরিয়ারের আরেকটা ওডিআই সেঞ্চুরী পেয়েছিলেন শুভমন গিল। সেইসঙ্গেই সচিন তেন্ডুলকরদের এলিট তালিকায় নিজের নাম তুলেছেন তিনি। ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআইয়ের মঞ্চে দ্রুততম ৬টি সেঞ্চুরী করার রেকর্ড গড়েছিলেন শুভমন গিল। এরপর থেকেই সুভমন গিকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। তাঁর প্রশংসাই শোনাযাচ্ছে প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে এবার তারই সতীর্থ শ্রেয়স আইয়ারও শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ।
Numbers game, ft. Shreyas Iyer & Shubman Gill 👌 😎
Do Not Miss this fun post-match interaction with Indore centurions 👍 👍 – By @28anand
P.S. – Take note(s) ✍️ 😂
Full Interview 🎥 🔽 #TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank | @ShreyasIyer15 | @ShubmanGill
— BCCI (@BCCI) September 25, 2023
ম্যাচ শেষে শ্রেয়স আইয়ার জানিয়েছেন, “তিনি শুরু থেকেই এক অসাধারণ ফর্মে ছিলেন। যেভাবে তিনি খেলা শুরু করেন এবং ধীরে ধীরে বড় রানের দিকে এগিয়েছিলেন, তা এক কথায় অসাধারণ। ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে তাঁর সেই শট গুলো দেখাটা যেন অসাধঝারণ একটা অনুভূতি ছিল।রীতিমত উপভোগ করেছি। একেরবারে মন থেকে বলছি যে এই ধারাবাহিক পারফরম্যান্স যেন তিনি ধরে রাখেন এবং ভবিষ্যতেও ভারতকে এভাবে ম্যাচ জেতাতে পারেন”।
অ্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেই থেমেছিল শুভমন গিল। বিশ্বকাপের আগে তাঁর এই পারফরম্যান্স যে ভারতীয় শিবিরকে স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপেও শুভমন গিল সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।
The post শুভমন গিলের পারফরম্যান্সের প্রশংসায় শ্রেয়স আইয়ার appeared first on CricTracker Bengali.