শুভমন গিলের পাশে দাঁড়ানোরই বার্তা রাহুল দ্রাবিড়ের

জুলাই 30, 2023

Spread the love

Shubman Gill. ( Image Source: hotstar )

ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স করলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে কিন্তু একেবারেই ভাল ফর্ম দেখাতে পারছেন না শুভমন গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও বড় রান করেত ব্যর্থ হয়েছেন সুভমন গিল। আর তাতেইখানি্কটচা অস্বস্তি বেড়েছে ভারতীয় ক্রিকেট মহলে। পরপর ম্যাচে ব্যর্থ হওয়ার পর শুভমন গিলকে নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে অবশ্য দলের প্রধান কোচরাহুল দ্রাবিড়কে পাশে পাচ্ছেন শুভমন গিল।

ঘরের মাঠেএার দুরন্ত ফর্মে চিলেন সুভমন গিল। আইপিএলের ম়ঞ্চেও সুভমনের পারপরম্যান্স সকলকে মুগ্ধ করেছিল। এবারের আইপিএলে শুভমন গিলের ব্যাটেই এসেছিল সর্বোচ্চ রান। কিন্তু দেশের জার্সিতে এখনওপর্যন্ত সেই পারফরম্যান্স তিনি দেখাতে পারেননি। আইপিেলের পরই ভারতীয়দল লনেমেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। সেখানে দুই ইনিংসেই বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন এই তরুণ তারকা। একই চিত্র দেখা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও। সেখানে তিন নম্বরে নামলেও দুটো টেস্টের মধ্যে একটিতেও বড় রান করতে পারেননি এই তরুণ ক্রিকেটার।

দ্বিতীয় ওডিআই ম্যাচে ৩৪ রান করেছেন শুভমন গিল

এই বছরই অক্টোবরে ভারতের মাটিতে বসতে চটলেছে বিশ্বকাপের আসর। সেখানে যে ভারতীয় দলের সুযোগ পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন শুভমন গিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর পাররম্যান্স কিন্তু সকলের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো ওডিই ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দুই জায়গাতেই ব্যর্থ হয়েছেন শুভমন গিল। দ্বিতীয় ম্যাচে ৩৪রান করতে পারলেও প্রথম ম্যাচে ১০ রানের গন্ডী টপকাতে পারেননি তিনি। আর সেই পারফরম্যান্স নিয়ে কানাভুসো কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে।যদিও এমন পরিস্থিতিতে শুবমন গিলের পাশেই দাঁড়িয়েছেন  প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

তিনি জানিয়েছেন, “আমি একেবারেই শুভমন গিলকে নিয়ে চিন্তিত নই। তিনি একজন ভাল ক্রিকেটার এবং ভাল পারফরম্যান্স প্রদর্শন করছেন। এমনটা হতেই পারে। আমার কথার মানে একটাই যেকখনোও কোনও ক্রিকেটারকে প্রতিটা ম্যাচের পর সমালোচনা করা যায় না।  এমন জিনিসগুলো হয়েই থাকে। এমন পরিস্থিতিতে ব্যাটিং করাটা কখনোই সহজ নয়। সেখানে অনেকটাই লড়াই করতে হয়। সুভমন যথেষ্ট ভাল ব্য়াটিং করছেন এবং তিন ফর্ম্যাটেই তিনি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। সেখানেই ১৭ ইনিংসে ৮৯০ রান করেছিলেন শুভমন গিল। সেইসঙ্গে এই বছরই  একদিনের ক্রিকেটের ফর্ম্যাটে দ্বিশতরান করেছিলেন শুভমন গিল। তাঁঁকে নিয়ে যে রাহুল দ্রাবিড় অত্যন্ত আশাবাদী তা বলার অপেক্ষা রাখে না।

The post শুভমন গিলের পাশে দাঁড়ানোরই বার্তা রাহুল দ্রাবিড়ের appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador