শুভমন গিলের ব্যাট থেকে ২০০ রানের প্রত্যাশাতেই ছিলেন বীরেন্দ্র সেওয়াগ

সেপ্টে. 25, 2023

No tags for this post.
Spread the love

Shubman Gill . ( Photo Source: Pankaj Nangia/Getty Images )

প্রথম ম্যাচে হাতছাড়া হলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরী ইনিংস খেলেছেন শুভমন গিল। তাঁর এমন পারফম্যান্স দেখে আপ্লুত হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। সেইসহ্গে খানিকটা আফসোসও হচ্ছে তাঁর। বীরেন্দ্র সেওয়াগের মতে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলতে পারতেন শুভমন গিল। সেই সুযোগ সুভমন গিলের হাতছাড়া হওয়াতেই খানিকটা আফসোসের সুর শোনা গেল এই তারকা ক্রিকেটারের গলা থেকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুভমন গিল ও শ্রেয়স আইয়ারের পার্টনারশিপটাই যে ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমন গদিল ও শ্রেয়স আইয়ার সেদিন ২০০ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন। একইসঙ্গে শুভমন গিল এদিন ভারতীয় দলের জার্সিতে এক নতুন রেকর্ডও গড়েছেন। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। শুভমন গিলের এমন পারফরম্যান্স যে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় ম্যাচে ফের একবার শুভমন গিলের ব্যাট থেকে দ্বিশতরানেরঝলক দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল

এই প্রসঙ্গে বীরেন্দ্র সেওয়াগ ক্রিকবাজে জানিয়েছেন,  “শেষবার তিনি সুযোগ হাতছাড়া করলেও এই ম্যাচে শুভমন গিল সেঞ্চুরী পেয়েছেন। কিন্তু আমি এখনও বলব যে তিনি সেই ম্যাচে অন্তত ১৬০ থেকে ১৮০ রান করতে পারতেন। কারণ তাঁর বয়স এখন মাত্র ২৫। তিনি যদি ২০০ রানও করতে তবুও সেভাবে ক্লান্ত হতেন না। এমনকী তারপর ফিল্ডিংও করতে পারতেন তিনি। তাঁর বয়স যখন ৩০ বছর হবে সেই সময় তাঁর কাছে এই কাজটা কিন্তু খানিকটা হলেও কঠিন হবে”।

এক ক্যালেন্ডার বর্ষে পাঁচটি সেঞ্চুরী ইনিংস খেলে ফেলেছেন তিনি। শুভমন গিলের এমন পারফরম্যান্স দেখার পর যে ভারতীয় শিবিরের অন্দর মহলে স্বস্তির আবহই বিরাজ করছে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে কয়েক রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল শুভমন গিলের। ইন্দোরে সুযোেগ হাতছাড়া করেননি এই তরুণ ক্রিকেটার।  সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেললেন তিনি। সেঞ্চুরী করেছেন ৯২ বলে।  শুভমন গিলের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁর প্রশংসায় সকলে।

সেই ম্যাচে ৯৭ বলে ১০৪ রানের ইনিংসেই থামতে হয়েছে শুভমন গিলকে। সেখানেই তাঁর ইনিংস জুড়ে রয়েছে ৬টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি। সেইসঙ্গে শুভমন গিলের স্ট্রাইকরেট এই ম্যাচে ১০৭.২২। একইসঙ্গে শ্রেয়স আইয়ারের সহ্গে ২০০ রানের পার্টনারপশিপও গড়েছেন শুভমন গিল। বিশ্বকাপের আগে শুভমন গিলের এই পারফর্ম্যান্স ভারতীয় সমর্থকদের যে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তা বলাই বাহুল্য।

The post শুভমন গিলের ব্যাট থেকে ২০০ রানের প্রত্যাশাতেই ছিলেন বীরেন্দ্র সেওয়াগ appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador