“শুভমন গিলের রানের খিদে তাকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে তুলেছে” – হরভজন সিং

জুলাই 18, 2023

Spread the love

Shubman Gill. ( Image Source: disney + hotstar )

শুভমন গিল বর্তমানে ভারতের ব্যাটিং লাইন-আপের একজন গুরুত্বপূর্ণ অংশ। তিনি এখন ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেন। তিনি বর্তমানে অসাধারণ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এই প্রতিভাবান ব্যাটারের প্রশংসা করেছেন। এই মুহূর্তে গিল ভারতীয় দলের সাথে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন। সেখানে এখন টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত তারা। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। টেস্টের পাশাপাশি ওডিআই এবং টি-২০ সিরিজের জন্যেও শুভমন গিলের নাম দলে রয়েছে।

২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় নিজের পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কেড়েছিলেন শুভমন গিল। সেই বিশ্বকাপটি ভারত জিতেছিল এবং তিনি টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। ২০১৯ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন তিনি। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওডিআই ক্রিকেটে গিলের দ্বিশতরান রয়েছে। সম্প্রতি তিনি পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে সবকটি ফরম্যাটে শতরান করার রেকর্ড করেছেন।

নিউজ২৪ স্পোর্টসকে হরভজন সিং বলেন, “শুভমন তার খেলার প্রতি খুব উৎসাহী। তার রানের খিদে তাকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে তুলেছে কারণ তার কিছু করার এবং কিছু হওয়ার বিশ্বাস রয়েছে।”

তিনি আরও বলেন, “তার বাবা যে কঠোর পরিশ্রম করেছেন, সেটির শোধ দিতে হলে তাকে ভারতের হয়ে ১৫-২০ বছর খেলতে হবে। আমি তাকে খুব বেশি চিনি না, কিন্তু তার প্রতিভা এবং মানসিকতা দেখলে বোঝা যায় যে সে একজন অসাধারণ খেলোয়াড়। সে যখন ব্যাটিং করে তখন তাকে দেখা খুবই আনন্দদায়ক।”

তিনি যোগ করেছেন, “আমি আশা করি সে বহু বছর ধরে ভারতের হয়ে খেলতে থাকবে এবং একদিন সে দলকেও নেতৃত্ব দেবে। তাহলেই তার বাবা সন্তুষ্ট হবেন। তার এবং পাঞ্জাব উভয়ের জন্যই সন্তুষ্টি হবে কারণ সে আমাদের ছেলে।”

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন শুভমন গিল

শুভমন গিল ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছেন এবং ১৩১১ রান করেছেন। তার গড় হল ৬৫.৫। টি-২০ ক্রিকেটে তিনি ৬টি ম্যাচ খেলে ৪০.৪ গড়ের সাথে ২০২ রান করেছেন। তবে টেস্ট ক্রিকেটে তার রেকর্ড খুব একটা ভালো না। তিনি এই ফরম্যাটে ১৭টি ম্যাচ খেলে ৩২ গড়ের সাথে ৯২৭ রান করেছেন।

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতীয় দলের হয়ে বড় অবদান রাখতে পারেন শুভমন গিল। তিনি বিশ্বকাপে নিজের এই দুর্দান্ত ফর্ম বজায় রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

The post “শুভমন গিলের রানের খিদে তাকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে তুলেছে” – হরভজন সিং appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador