শেফালী, জেমিমাদের হাত ধরে এশিয়ান গেমস সেমিফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল

সেপ্টে. 21, 2023

No tags for this post.
Spread the love

India Womens Team. ( Photo Source: Twitter )

এশিয়ান গেমসের মঞ্চে পদক জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে ভারতীয় মহি্লা ক্রিকেট দল। বৃষ্টির জন্য মালয়েশিয়ার বিরুদ্ধে খেলা ড্র। সেখানেই ক্রম তালিকায় অনেক ওপরের দিকে থাকার ফলে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর তাতেই আপ্লুত সকলে। সেমিফািনালের মঞ্চে জিততে পারলেই পদক নিশ্চিত করে ফেলবেন শেফালী বর্মারা। বুধবার এশিয়ান গেমসের মঞ্চে মহিলা ক্রিকেটের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিরুদ্ধে জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে পৌঁছতে খুব একটা বেশী কষ্ট করতে হল না তাদের।

এবারের কমনওয়েলথ গেমসের ফাইনালে পৌঁছলেও  শেষপর্যন্ত রুপোর পদক জিতেই থামতে হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। এশিয়ান গেমসে সোনা জয়ই যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে এই মুহূর্তে অন্যতম প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না। ক্রমতালিকায় ওপরের সারিতে থাকার ফলে এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে মঞ্চে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবারের প্রতিযোগিতায় স্মৃতি মন্ধনার নেতৃত্বেই নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

প্রথম ম্যাচেই ৬৭ রানের ইনিংস খেলেছেল শেফালী বর্মা

মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল তারা। শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় মহিলা  ক্রিকেট দল। মালয়েশিয়ার বিরুদ্ধেও খে্লার রাশ ছিল শেফালী বর্মা, জেমিমা রডরিগেজদের দখলে। টস জিতে এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মালয়েশিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। কিন্ত শুরু থেকেই  ভারতেীয় দলের ব্যাটাররা ছিলেন বিধ্বংসী ফর্মে। প্রথম ম্যাচেই শেফালী বর্মার দাপুটে ইনিংস দেখে আপ্লুত হয়েছেন সকলে। যদিও এই ম্যাচেও বড় রান করতে পারেননি স্মৃতি মন্ধনা। শুরুটা আক্রমণাত্মক করলেও ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলেই ফিরতে হয়েছিল তাঁকে।

কিন্তু শেফালী বর্মা ছিলেন বিধ্বংসী ফর্মে। জেমিমা রডরিগেজের সঙ্গে ৮৬ রানের পার্টনারশিপ তৈরি করে ছিলেন শেফালী বর্মা। এশিয়ান গেমসের মঞ্চে এবার প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে অর্ধশতরানের ইনিংসও খেলেছেন তিনিই। মালয়েশিয়ার বিরুদ্ধে ৩৯ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানেই তাঁর ইঅনিংস জুড়ে ছিল চার ও ছয়ের বন্যা। শেফালীর গোটা ইনিংসটা সাজানো ছিল ৪টি টার ও পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে।

সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন জেমিমা রডরিগেজ। ২৯ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি। মাত্র ২ উইকেট খুইয়ে ১৭৩ রান করেছি্ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। জবাবে মালয়েশিয়া ব্যাট করতে নামলে মাত্র ২ বলই খেলতে পারেন তারা। এরপরই প্রবল বৃষ্টি শুরু। তা্রপর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। সেখানেই ক্রমতালিকায় অনেক এগিয়ে থাকায় সেমিফাইনালে নিজেদের জায়গা পারা করে ফেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

The post শেফালী, জেমিমাদের হাত ধরে এশিয়ান গেমস সেমিফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8