Shreyas Iyer. ( Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images )
মুম্বইয়ে আগেই পৌঁছে গিয়ে্ছে ভারতীয় দল। আগামী ২ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। সেখানে জিততে পারলেই সরকারীভাবে সেমিফাইনালে নিজেদের জডায়গা পাকা করে ফেলবে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই ম্যাচে নামার আগেই ফর্মে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। এখনও পর্যনব্ত বিশ্বকাপের ম়্চে বড় রান করতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে সেই প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছেন এই তারকা ক্রিকেটার।
এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে শ্রেয়স আইয়ারের সর্বোচ্চ রান রয়েছে ৫৩। এছাড়া আর কোনও ম্যাচেই বড় রান করতে পারেননি তিনি। তাঁর পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। সেখানেই সমালোচনার জবাব দিতে মরিয়া হয়ে উঠেছেন শ্রেয়স আইয়ার। বিশ্বকাপের মঞ্চে শ্রেয়স আইয়ারকে প্রথম একাদশে রাখা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাক্তন বিশেষজ্ঞরা। সেই কথা যে শ্রেয়স আইয়ারে কান পর্যন্ত পৌঁছে গিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না।
এখনও পর্যন্ত পাঁচ ইনিংসে মাত্র ১৩৪ রান করতে পেরেছেন শ্রেয়স আইয়ার
এই মুহূর্তে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের রাস্তা কার্যত পাকা করেই রেখেছে টিম ইন্ডিয়া। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারলে কার্যত শীর্ষে থেকেই সেমিফাইনালে পৌঁছবে ভারতীয় দল। সেই লক্ষ্যে শ্রেয়স আইয়ার নিজের পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেদিকেই নজর রয়েছে সকলের। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে শ্রেয়স আইয়ার রান পেয়েছেন ০, ২৫, ৫৩, ১৯ এবং ৩৩। সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে পাঁচ ইনিংসে শ্রেয়স আইয়ারের রান রয়েছে ১৩৪ রান। চার নম্বর পজিশনে তাঁর ওপর ভরসা রাখলেও এখনও পর্যন্ত সেই দায়িত্বের সঙ্গে যে শ্রেয়স আইয়ার সুবিচার করতে পারেননি তা বলার অপেক্ষা রাখে না।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে মঙ্গলবার অপশনাল প্রস্তুতি থাকলেও, সেখানে বিশ্রাম নিতে নারাজ শ্রেয়স আইয়ার। এদিন মাত্র সাতজন ক্রিকেটার ভারতীয় দলের প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন। সেখানেই অবশ্য বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। মুম্বইয়ের গরম আবহাওয়ায় এদিন তারা টিম হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। অপশনাল প্রস্তুতিতে যোগ দেননি ভারতীয় দলের এই দুই সেরা ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ভারতীয় দল এগিয়ে থেকেই নামতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এই ্মযাচ জিততে পারলেই ১৪ পয়েন্ট হবে ভারতের। বিশ্বকাপে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছনোর রাস্তাটা পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া।
The post শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেই সেমিফাইনাল পাকা ভারতের, তার আগে রানে ফেরার চেষ্টায় শ্রেয়স আইয়ার appeared first on CricTracker Bengali.










