Shreyas Iyer. (Photo Source: BCCI)
এশিয়া কাপ ২০২৩-এ কামব্যাক করবেন প্রতিভাবান ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এ তাকে খেলতে দেখা গিয়েছিল। এরপর চোটের কারণে তিনি পেশাদার ক্রিকেট খেলতে পারেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ তার পরিষেবা পায়নি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তার অনুপস্থিতিতে নীতিশ রানা কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন।
সম্প্রতি আফগানিস্তানের ক্রিকেটার রাহমানুল্লাহ গুরবাজ শ্রেয়াস আইয়ারের প্রশংসা করেছেন। তার মতে আইয়ারের বিশ্বের যে কোনও দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি বলেছেন যে আইয়ার ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন কারণ তিনি বিশ্বের সবথেকে কঠিন লিগে (আইপিএল) একটি দলকে নেতৃত্ব দেন।
টাইমস অফ ইন্ডিয়াকে রাহমানুল্লাহ গুরবাজ বলেন, “আশা করি, সে (শ্রেয়াস) একজন ভালো অধিনায়ক হয়ে উঠবে। সে একজন ভালো অধিনায়ক হবে কারণ সে আইপিএলে একটি দলকে (কেকেআর) নেতৃত্ব দেয়। আইপিএল বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা। সে যদি আইপিএলে একটি দলকে নেতৃত্ব দিতে পারে, তাহলে সে বিশ্বের যেকোনো দলকে নেতৃত্ব দিতে পারে, এমনকি ভারতকেও। রোহিত এখন সেই পদে আছেন। ভারতের ক্রিকেটের মান উচ্চ স্তরের এবং সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই। শ্রেয়াস আইপিএলে একটি দলকে নেতৃত্ব দেন, এর মানে তার অধিনায়কত্ব করার ক্ষমতা রয়েছে। অনেক খেলোয়াড়ই আছেন যারা আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। তিনি সুযোগ পেয়েছেন, যার অর্থ হল তিনি একজন ভালো অধিনায়ক। আমি নিশ্চিত তিনি ভারতের জন্য একজন ভালো অধিনায়ক হবেন।”
“সে খুব ভালো অধিনায়ক, একজন তরুণ অধিনায়ক” – রাহমানুল্লাহ গুরবাজ
আইয়ার গত ছয় মাস ক্রিকেট খেলা থেকে দূরে ছিলেন। অস্ত্রোপচার করানোর পর তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) প্রশিক্ষণ নিচ্ছিলেন। আসন্ন এশিয়া কাপে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে, কেএল রাহুলও এশিয়া কাপে কামব্যাক করবেন। তার পারফরম্যান্সের দিকেও সকলের নজর থাকবে।
রাহমানুল্লাহ গুরবাজ বলেন, “আমি তার (শ্রেয়াস) জন্য সত্যিই খুশি। অনেক দিন পর সে দলে জায়গা করে নিয়েছে। সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে খুব ভালো একজন খেলোয়াড়। সেই কারণেই তাকে ভারতীয় দলে নেওয়া হয়েছে। এটা তার প্রাপ্য ছিল। আমরা কেকেআরে একসাথে খেলি। সে খুব ভালো মানুষ। সে খুব ভালো অধিনায়ক, একজন তরুণ অধিনায়ক। সে তরুণ এবং গতিশীল।”
The post শ্রেয়াস আইয়ার ভারতীয় দলের জন্য একজন ভালো অধিনায়ক হবেন, মনে করছেন তার কেকেআর সতীর্থ রাহমানুল্লাহ গুরবাজ appeared first on CricTracker Bengali.