Sachin Tendulkar and Hashmatullah Shahidi. (Photo Source: Twitter/ICC)
সম্প্রতি, আফগানিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তিনি আফগানিস্তানের তরুণ খেলোয়াড়দের পরামর্শ দিয়েছিলেন। এরপর, আফগানিস্তানের অধিনায়ক হসমতউল্লাহ শাহিদী তার প্রশংসা করেছেন।
হসমতউল্লাহ শাহিদী বলেছেন যে সচিন তেন্ডুলকরের থেকে শিখতে পেরে তারা খুশি হয়েছেন। চলতি ওডিআই বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে আফগানিস্তান। তারা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪টি ম্যাচ জিতেছে। হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন দল এখন পয়েন্ট তালিকায় ষষ্ঠতম স্থানে রয়েছে।
৭ই নভেম্বর, মঙ্গলবার, প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে আফগানিস্তান। এই ম্যাচের টসের সময় হসমতউল্লাহ শাহিদী বলেন, “সচিন ক্রিকেটের একজন কিংবদন্তি এবং আমরা তার কাছ থেকে শিখতে পেরে খুশি হয়েছি।”
তিনি যোগ করেছেন, “আমরা আশা করব দ্বিতীয় ইনিংসে উইকেটে স্পিন এবং সীম হবে। আমরা ভালোভাবে রান তাড়া করছি, কিন্তু আপনাকে বিরোধী দল এবং মাঠের দিকেও তাকাতে হবে।”
নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেয়েছিল আফগানিস্তান
স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডসের বিরুদ্ধে খুব সহজেই জয় পেয়েছিল আফগানিস্তান। এই ম্যাচটিতে আফগানিস্তানের খেলোয়াড়রা খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। নেদারল্যান্ডস প্ৰথমে ব্যাটিং করতে নেমেছিল এবং তাদের ইনিংস মাত্র ১৭৯ রানে শেষ হয়ে গিয়েছিল। মহম্মদ নবি ৯.৩ ওভারে ২৮ রান দিয়েছিলেন এবং এর বিনিময়ে ৩টি উইকেট তুলে নিয়েছিলেন। নূর আহমেদ ৯ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেছিলেন। মুজিব উর রহমান ১০ ওভারে ৪০ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছিলেন।
এই ম্যাচটিতে আফগানিস্তান ৩ উইকেটে জয় পেয়েছিল। হসমতউল্লাহ শাহিদী দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তার ব্যাট থেকে অপরাজিত ৫৬ রানের একটি সুন্দর ইনিংস এসেছিল। রহমত শাহ এবং আজমতউল্লাহ ওমরজাই যথাক্রমে ৫৪ বলে ৫২ রান এবং ২৮ বলে অপরাজিত ৩১ রান করেছিলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথমে ব্যাটিং করছে আফগানিস্তান। তারা শুরুটা খুব ভালোভাবেই করেছে। রহমানউল্লাহ গুরবাজ ২টি চার সহ ২৫ বলে ২১ রান করে জশ হ্যাজেলউডের শিকার হন। রহমত শাহ ৪৪ বলে ৩০ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে আউট হন। ওপেনার ইব্রাহিম জাদরান ইতিমধ্যেই তার অর্ধশতরান সম্পূর্ণ করে ফেলেছেন। তার সাথে ক্রিজে রয়েছেন অধিনায়ক হসমতউল্লাহ শাহিদী। শেষমেশ আফগানিস্তান কত রান করে সেটাই এখন দেখার বিষয়।
The post সচিন তেন্ডুলকরের কাছ থেকে পরামর্শ পাওয়ার পর তার প্রশংসা করলেন হসমতউল্লাহ শাহিদী appeared first on CricTracker Bengali.










