সচিন, সৌরভ সহ ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের নীরেখে পাঁচ ভারতীয় ক্রিকেটার

সেপ্টে. 7, 2023

No tags for this post.
Spread the love

Cricket World Cup Trophy. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। ক্রিকেটের বিশ্বযুদ্ধের শেষে কোন অধিনায়কের মুখে ফুটবে সাফল্যের হাসি  তা তো সময়ই বলবে। তবে বিশ্বকাপের সূচী ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের ঘরের মাঠে এবিরের ওডিআই বিশ্বকাপ। বিশ্বকাপের লড়াই শুরু হওয়ার আআগে থেকেই অনেকে যে ভারতীয় দলকেই এবার ফেভারিট হিসাবে এগিয়ে রাখছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই  নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।

এখনও পর্যন্ত দুটো বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। ১৯৮৩ সালে প্রথমবার কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় দল।  এরপর প্রায় ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১১ সালে ঘরের মাঠে এমএস ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর অবশ্য দুটো বিশ্বকাপের মঞ্চে  সেমিফাইনালেই থামতে হয়েছিল ভারতীয় দলকে। ১২ বছর পর ফের একবার ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

সেই ২০১১ সালের বিশ্বকাপেই শেষবার খেলেছিলেন সচিন তেন্ডুলকর। অবশেষে  বিশ্বকাপ জয়ের স্বপ্নও স্বার্থক হয়েছিল তাঁর। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে তাঁরই রয়েছে সবচেয়ে বেশী রান। অবশ্য সচিন তেন্ডুলকর একা নন। আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন যাদের বিশ্বকাপের মঞ্চে রয়েছে বহু অসাধারণ পারফরম্যান্স। সেইসঙ্গে রানের ঝুলিও একেবারে ভর্তি। এখানেই দেখে নেওয়া যাক বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রান করা পাঁচ জন ক্রিকেটারদের।

১. সচিন তেন্ডুলকর

Sachin Tendulka. ( Image Source: Twitter )

ভারত তো অবশ্যই বিশ্ব ক্রিকেটের মঞ্চে সচিন তেন্ডুলরের ভক্ত নেই এমনটা হতেই পারে না। দেশের মাটি থেকে বিদেশের মাটি। ক্রিকেটের বাইশদজে ঝড়িয়েছেন বরু মণি মুক্ত। সেইসঙ্গে দেশের জার্সিতে সর্বোচ্চ বিশ্বকাপ খেলার রেকর্ডও রয়েছে এইঅ সচিন তেন্ডুলকরের। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ থেকে শেষ বিশ্বকাপ, সচিন তেন্ডুলকরের ব্যাট থেকে স্মরণীয় ইনিংস দেখা যায়নি এমন ঘটনা খুবই বিরল। প্রায় দুই দশক ধরে ক্রিকেটের বাইশগজে শাসন করেছেন এই কিংবদন্তী।

বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক সচিন তেন্ডুলকর। তাঁর ব্যাট থেকেই বিশ্বকাপের মঞ্চে এসেছে ২২৭৮ রান। সেখানেই ৪৫টি ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর। এছাড়া মাস্টার ব্লাস্টারের গড় রয়েছে ৫৬.৯৫।  বিশ্বকাপের মঞ্চে ৬টি সেঞ্চুরীর পাশাপাশি সচিন তেন্ডুলকরের ব্যাট থেকে এসেছে ১৫টি অর্ধশতরানও। ১৯৯২ সালে কেরিয়ারের প্রথম ওডিআআই বিশ্বকাপ খেলেছেন তিনি। সেই থেকেই ২০১১পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরকে। বিশ্বকাপের মঞ্চে নামিবিয়ার বিরুদ্ধেই সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংস রয়েছে মাস্টার ব্লাস্টারের।

২০১১ সালেই শেষবার ওডিআই বিশ্বকাপ খেলেছিলেন তিনি। সেখানেই জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ হয়েছিল। ২০১১ সালেই বিশ্বকাপ জয়ের স্বপ্নটা পূরণ হয়েছিল সচিন তেন্ডুলকরের।

২. বিরাট কোহলি

Virat Kohli. ( Image Source: Twitter )

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের মঞ্চে কিংবদন্তীর তকমা রয়েছে বিরাট কোহলির গায়ে। দেশের মাটি থেকে বিদেশের মাটিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার। এবারের আইপিএলেও যে বিরাট কোহলি ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি তা বলার অপেক্ষা রাখে না। এবার অবশ্য অধিনায়কের দায়িত্বে নেই বিরাট কোহলি। কিন্তু টিম ইন্ডিয়ার টপ অর্ডারে যে এই তারকা ক্রিকেটারই প্রধান স্তম্ভ হতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না।

এখনও পর্যন্ত তিনটি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন বি্রাট কোহলি। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ২৬টি ম্যাচ খেলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেখানেই বিশ্বকাপের মঞ্চে তাঁর রান রয়েছে ১০৩০ এবং বিরাট কোহলির গড় রয়েছে ৪৬.৮১।

তিনটি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত দুটো সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ৬টি অর্ধশতরান। এছাড়া এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির সর্বোচ্চ স্কোর রয়েছেন ১০৭। ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেই সেই পারফরম্যান্স দেখিয়েছিলেন  বিরাট কোহলি। এবার ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে সেই বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

৩. সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly. ( Image Source: Twitter )

২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বকাপের মঞ্চে ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটের মঞ্চে অন্যতম উল্লেখযোগ্য নাম হল সৌরভ গঙ্গোপধ্যায়ের। কঠিন সময়ে দলের দায়িত্ব তুলে নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের।  ভারতীয় ক্রিকেটে আগ্রাসনের নীতি  তাঁর হাত ধরেই এসেছিল। তাঁর আগ্রাসনের ছবি গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। বিশ্বকাপের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও রেকর্ডের ঝুলি একেবারে খালি নয়। সেইসঙ্গে রানও রয়েছে তাঁর ঝুলিতে।

এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সিতে ২১টি ম্যাচ খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই তাঁর রয়েছে ১০০৬। সেইসঙ্গে গড় রয়েছে ৫৫.৮৮। ভারতীয় দলের হয়ে ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালের বি্শ্বকাপ খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  ২০০৩ সালে তাঁর নেতৃকত্বেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া।

১৯৯৯ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ইনিংস এখনও পর্যন্ত সকলের স্মৃতিতে টাটকা হয়ে রয়েছে। সেখানেই মুরলীথরণের বি্রুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একের পর এক ওবার বাউন্ডারে সকলকে মুগ্ধ করেছিল। সেই মঞ্চেই কেরিয়ারের সর্বোচ্চ ১৮৩ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপে তাঁর চারটি সেঞ্চুরী ও তিনটি অর্ধশতরান রয়েছে।

৪. রোহিত শর্মা

Rohit Sharma. ( Image Source: Twitter )

এবারের বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বেই নামতে চলেছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত দেশের জার্সিতে দুটো ওডিআই বিশ্বকাপ খেলেছেন রোহিত শর্মা। ২০১৯ সালের বিশ্বকাপ যে রোহিত শর্মার এখনও পর্যন্ত সেরা বিশ্বকাপ তা বলার অপেক্ষা রাখে না। ২০১৯ সালেই একটি বিশ্বকাপের মঞ্চে ৫টি সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। সেইসঙ্গে সেবার সর্বোচ্চ রানের মালিকও ছিলেন দ্য হিটম্যান।

এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ১৭টি ম্যাচ খেলে ৯৭৮ রান করেছেন রোহিত শর্মা। সেখানেই রোহিত শর্মার ঝুলিতে রয়েছে ৬টি সেঞ্চুরী এবং তিনটি অর্ধশতরান। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সর্বোচ্চ সেঞ্চুরীর তালিকায় সর্বোচ্চ সেঞ্চুরীর তালিকায় সচিন তেন্ডুলকরের সঙ্গে এক আসনে রয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপের মঞ্চে তাঁর গড় রয়েছে ৬৫.২০।

৫. রাহুল দ্রাবিড়

Rahul Dravid. ( Image Source: Twitter )

ভারতীয় ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল বলেই সবচেয়ে বেশী বিখ্যাত রাহুল দ্রাবিড়। এবার বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন তিনিই। ক্রিকেট কেরিয়ারে বিশ্বকাপের মঞ্চে বহু অস্ধারণ ইনিংস রয়েছে রাহুল দ্রাবিড়েরও। ভারতের সেরা পাঁচ জনের সর্বোচ্চ রানের তালিকায় রাহু দ্রাবিড় অন্যতম। ১৯৯৯ সাল থেকে ২০০৭ পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন এই তারকা ক্রিকেটার।

বিশ্বকাপের মঞ্চে সব মিলিয়ে  ৮৬০ টি ম্যাচ খেলেছেন রাহুল দ্রাবিড়। সেখানেই রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে ২২ ম্যাচে ৮৬০ রান। সেইসঙ্গে ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের বিশ্বকাপের মঞ্চে গড় রয়েছে ৬১.৪২। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ১৯৯৯ সালেই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ স্কোর করেছিলেন রাহুল দ্রাবিড়ও। একই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি রাহুল দ্রাবিড়ের ব্যাটে এসেছিল ১৪৫ রান। বিশ্বকাপে এটাই রাহুল দ্রাবিড়ের সর্বোচ্চ স্কোর।

এছাড়া বিশ্বকাপের মঞ্চে রাহুল দ্রাবিড়ের ঝুলিতে সেঞ্চুরী রয়েছে দুটো  এবং অর্ধশতরান রয়েছে ৬টি।

The post সচিন, সৌরভ সহ ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের নীরেখে পাঁচ ভারতীয় ক্রিকেটার appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador