Rohit Sharma. ( Image Source: Twitter )
ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। প্রথম ম্যাচ বাদ দিলে রোহিত শর্মার ব্যাটে প্রতি ম্যাচেই বড় রানের ঝলক রয়েছে। সেইসঙ্গে একের পর এক মাইলস্টোনও গড়ে চলেছেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে চতুর্থ ম্যাচে নেমেছি টিম ইন্ডিয়া। সেখানেও ব্যাট হাতে ফর্মে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট বাতে নামার পরই এক নতুন রেকর্ডের মালিক রোহিত শর্মা। এশিয়ার মাটিতে ওডিআই ফর্ম্যাটে ৬০০০ রানের মাীলিক হলেন রোহিত শর্মা। বিশ্বকাপের মঞ্চে যেন একের পর এক রেকর্ড গড়েই চলেছেন তিনি।
সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবেই এই নতুন নজির গড়লেন দ্য হিটম্যান। তাঁর আগে ভারতীয় ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং মহম্মদ আজহারউদ্দেনের মতো তারকা ক্রিকেটাররা। এবার সেই এলিট তালিকায় নাম তুললেন রোহিত শর্মাও। পাকিস্তান ম্যাচের পর এদিন বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচেও ব্যাট হাতে অসাধারণ ছন্দে রয়েছেন এই তারকা ক্রিকেটার। সেখানেও রোহিত শর্মার সঙ্গী সাফল্য। তবে বাংলাদেশের বিরুদ্ধে ২ রানের জন্য অরধশতরান হাতছাড়া হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে ৪৮ রানেই থেমে গিয়েছেন রোহিত শর্মা
পাকিস্তানের বিরু্দ্ধেও ৮০ রানের ইনিংস খেলার পাশাপাশি রেকর্ড গড়েছিলেন তিনি। এবারের বিশ্বকাপে একের পর এক রেকরক্ড গড়েছে চলেছেন রোহিত শর্মা। বিশ্বকাপের মঞ্চেই প্রথমবার সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছিলেন তিনি। এখন রোহিত শর্মাই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ সেঞ্চুরীর রেকর্ড গড়েছিলেন। সেইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও গড়েছেন এই তারকা ক্রিকেটার। এবার সেই তালিকাতেই উঠল এক নতন রেকর্ড। এশিয়ার মাটিতে সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৬০০০ ওডিআই রান সম্পূর্ণ করলেন রোহিত শর্মা।
এবারের এশিয়া কাপের মঞ্চ থেকেই ভাল পারফরম্যান্স দেখাতে শুরু করেছেন রোহিত শর্মা। সেখানেই এশিয়া কাপের মঞ্চে অর্ধশতরানের হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। সেই পারফরম্যান্সের ধারা বজায় রেখেছেন এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও। এই মুহূর্তে রোহিত শর্মা দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধেও সেই পারফরম্যান্সের ধারাই বজায় রেখেছেব এই তারকা ক্রিকেটার। আর তাতেই সকলে আপ্লুত।
এশিয়ার মাটিতে ভারতীয় হিসাবে ৬০০০ রান করার এই তালিকায় সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুকর। এখনও পর্যন্ত এশিয়ার মাটিতে ওডিআই ফর্ম্যাটে সর্বোচ্চ রান করেছেন সচিন তেন্ডুলকরই। ১২ হাজার রান রয়েছে তাঁর। এবার সেই তালিকাতেই নিজের জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
The post সপ্তম ভারতীয় হিসাবে এশিয়ার মাটিতে ওডিআই ফর্ম্যাটে ৬০০০ রানের মালিক রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.










