Saud Shakeel. (Photo Source: ISHARA S. KODIKARA/AFP via Getty Images)
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান প্ৰথম টেস্ট ম্যাচের প্ৰথম ইনিংসে শ্রীলঙ্কার রানকে পিছনে ফেলে দিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার বোলাররা শুরুটা বেশ ভালোভাবেই করেছিল কিন্তু সাউদ শাকিল এবং আগা সালমানের দুর্দান্ত পার্টনারশিপের হাত ধরে পরিস্থিতি সামাল দেয় পাকিস্তান।
প্ৰথমে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ৯৫.২ ওভারে ১০ উইকেটে ৩১২ রান তুলেছিল শ্রীলঙ্কা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ৫৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। নিশান মাদুশকা ৯ বলে মাত্র ৪ রান করে আউট হন। অধিনায়ক দিমুথ করুনারত্নেও খুব বেশি রান করতে পারেননি। তিনি ৬টি চার সহ ৪৩ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কুশল মেন্ডিস এবং দীনেশ চান্ডিমাল যথাক্রমে ১৪ বলে ১২ রান এবং ৬ বলে ১ রান করেন। এরপর পরিস্থিতি সামাল দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ধনঞ্জয় ডি সিলভা। তাদের মধ্যে ১৩১ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে। ম্যাথিউস ৯টি চার সহ ১০৯ বলে ৬৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। সিলভা ২১৪ বলে ১২২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১২টি চার এবং ৩টি ছয়।
শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং আবরার আহমেদ যথাক্রমে ২৪ ওভারে ৮৬ রান, ২২ ওভারে ৯০ রান এবং ৩১.২ ওভারে ৬৮ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। আগা সালমান ১টি উইকেট পান।
সাউদ শাকিলের হাত ধরে রানের পাহাড়ের দিকে এগোচ্ছে পাকিস্তান
ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। দুই ওপেনার আবদুল্লাহ শফিক এবং ইমাম-উল-হক যথাক্রমে ২৮ বলে ১৯ রান এবং ১০ বলে ১ রান করে আউট হন। শান মাসুদ ৫টি চার এবং ১টি ছয় সহ ৩০ বলে ৩৯ রান করেন। অধিনায়ক বাবর আজম ১৬ বলে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সরফরাজ আহমেদ ১৫ বলে মাত্র ১৭ রান করতে সক্ষম হয়েছিলেন। এরপর সাউদ শাকিল এবং আগা সালমান মিলে ১৭৭ রানের একটি দারুণ পার্টনারশিপ করেন।
সালমান ৯টি চার এবং ১টি ছয় সহ ১১৩ বলে ৮৩ রান করে আউট হন। সাউদ শাকিল ১৫০ রানের গন্ডি পার করে ফেলেছেন। তাকে সঙ্গ দিচ্ছেন নাসিম শাহ। শেষমেশ এই ইনিংসে পাকিস্তান কত রান করে সেটাই এখন দেখার বিষয়।
The post সাউদ শাকিলের অনবদ্য সেঞ্চুরির হাত ধরে প্ৰথম ইনিংসে শ্রীলঙ্কাকে পিছনে ফেলে দিল পাকিস্তান appeared first on CricTracker Bengali.