সিপিএল ২০২৩, টিকেআর বনাম এসকেএনঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী

আগস্ট 18, 2023

Spread the love

Trinbago Knight Riders. ( Image Source: Twitter )

শনিবার ভারতীয় সময় সকাল ৪.৩০-এ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে নামছে ক্রিনবাগো নাইট রাইডার্স। গতবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি এই দুই দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন এখন সকলে। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য শক্তিশালী দলই গঠন করেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সেই ম্যাচ ঘিরেই এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে।

এবার ত্রিনবাগো নাইট রাইডার্স শিবিরে রয়েছেন তাবড় তাবড় তারকা ক্রিকেটাররা। কায়রণ পোলার্ডের পাশাপাশি সেই দলেই রয়েছেন আন্দ্রে রাসেল, ডোয়েন ব্রাভো, রাইলি রসো এবং সুনীল নারিনদের মতো তারকা ক্রিকেটাররা। টি টোয়েন্টির ফর্ম্যাটে এমন তারকা ক্রিকেটারদের সমীহ করেন না এম ন কেউই নেই। অন্যদিকে নামের বিচারে খুব একটা পিছিয়ে নেই সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসও। সেখানেই রয়েছেন এভিন লুইস, ডেওয়াল্ড ব্রেভিস, শেফানো পাদারফোর্ডের মতো তারকা ক্রিকেটাররা। এই ম্যাচ  লড়াইটা যে হাড্ডহাড্ডি হবে তা নিয়ে কুব একটা বেশী সন্দেহ নেই।

পিচ কন্ডিশন

ডারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে নামতে চলেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সেই পিচের দিকেইযে একন সকলের নজর তা বলাই বাহুল্য। শোনাযাচ্ছে এই পিচে নাকি ব্যাটাররাই বাড়তি সুবিধা পেতে চলেছে। মনে করা হচ্ছে ১৮০-অএর ওপরক রান হলে সেটা এই ম্যাটে অনেকটাই বড় স্কোর হবে। এই মাঠে রান তাড়া কর  জেতার পরিসংখ্যানই বেশী রয়েছে। সেইজন্য টস জিতলে প্রথমে বোলিংয়র সিদ্ধান্তই নিতে পারেন অধিনায়ক।

সম্ভাব্য একাদশ

ত্রিনবাগো নাইট রাইডার্স

মার্টিন গাপটিল, চ্যাডউইক ওয়ালটন, নিকোলাস পুরান( উইকেটকিপার ), আন্দ্রে রাসেল, কায়রণ পোলার্ড ( অধিনায়ক ), ডোয়েন ব্রাভো, সুনীল নারিন, মার্ক ডেয়াল, আকিল হোসেন, জেডেন সিলস, নুর আহমেদ।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট

আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অম্বাতি রায়াডু, ডেওয়াল্ড ব্রেভিস, শারফেন রাদারফোর্ড, জশুয়া ডি সিলভা ( উইকেটকিপার ), জর্জ লিন্ডে, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, ওশানে থমাস, ইয়ানিক ক্যারিয়া।

ত্রিনবাগো নাইট রাইডাৈর্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস হেড টু হেড

ম্যাচ – ২০। ত্রিনবাগো নাইট রাইডার্স – ১৩। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট – ৬। ফলাফল হয়নি- ১

ম্যাচ ডিটেইলস

ম্যাচ – ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট

তারিখ ও সময় – শনিবার, ১৯ অগস্ট, সকাল ৪.৩০ ( ভারতীয় সময়)

সম্প্রচার – স্টার স্পোর্টস এবং ফ্যানকোড

The post সিপিএল ২০২৩, টিকেআর বনাম এসকেএনঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador