Guyana Amazon Warriors vs St Kitts and Nevis Patriots. (Photo Source: Twitter)
২রা সেপ্টেম্বর, শনিবার, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৩-এর ১৫ তম ম্যাচে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স (জিইউওয়াই) এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস (এসকেএন) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত হবে।
গুয়ানা আমাজন ওয়ারিয়র্স এই মুহূর্তে খুব ভালো অবস্থানে রয়েছে। তারা এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ২টি ম্যাচে তারা জয় পেয়েছে। একটি ম্যাচে বৃষ্টির কারণে ফলাফল পাওয়া যায়নি। তারা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ইমরান তাহিরের নেতৃত্বাধীন দল তাদের আগের ম্যাচে জামাইকা তালাওহসকে (জেএএম) ৩৪ রানে পরাজিত করেছিল।
এই মরসুমে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এখনও পর্যন্ত একটিও ম্যাচে জয় পায়নি। তারা ইতিমধ্যেই ৬টি ম্যাচ খেলে ফেলেছে। তারা ৪টি ম্যাচে পরাজিত হয়েছে এবং ২টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। অর্থাৎ, জিইউওয়াইয়ের বর্তমান পয়েন্ট সংখ্যা হল ২। তারা পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে। এভিন লুইসের নেতৃত্বাধীন দল আগের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছিল। এসকেএনের বিরুদ্ধে তারা নিজেদের প্ৰথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
পিচ রিপোর্ট
কেনসিংটন ওভালের পিচ বোলারদের জন্য খুবই ভালো। এখানে প্রায়শই ব্যাটারদের সমস্যার মধ্যে পড়তে দেখা যায়। এই পিচে সেট না হওয়া পর্যন্ত দ্রুতগতিতে রান করা সম্ভব নয়। এখানে আমরা লো-স্কোরিং ম্যাচই বেশি হতে দেখি। এই মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াই বেশি সুবিধাজনক।
সম্ভাব্য একাদশ
গুয়ানা আমাজন ওয়ারিয়র্স
সাইম আইয়ুব, চন্দ্রপল হেমরাজ, শাই হোপ, আজম খান (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, ডোয়েন প্রিটোরিয়াস, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, গুড়াকেশ মতি, ইমরান তাহির (অধিনায়ক)।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস (অধিনায়ক), জশুয়া দি সিলভা (উইকেটরক্ষক), উইল স্মিদ, শেরফেন রাদারফোর্ড, ডমিনিক ড্রেকস, করবিন বোশ, কফি জেমস, শেলডন কটরেল, ইজহারুল হক নাভিদ, ওশেন থমাস।
গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস হেড টু হেড
ম্যাচ – ১৭ | গুয়ানা আমাজন ওয়ারিয়র্স – ১০ | সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস – ৬ | অমীমাংসিত – ১
সম্প্রচার বিবরণী
ম্যাচ – গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
সময় – সন্ধে ৭:৩০টা (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্ট নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইট
The post সিপিএল ২০২৩, ম্যাচ ১৫, গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস: ম্যাচ প্রিভিউ,সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.