GUY vs BR. (Photo Source: Twitter)
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৩-এর ৩০ তম ম্যাচে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স (জিইউওয়াই) এবং বার্বাডোস রয়্যালস (বিআর) একে অপরের মুখোমুখি হবে। ১৭ই সেপ্টেম্বর, রবিবার (ভারতীয় সময় – ১৮ই সেপ্টেম্বর, সোমবার), গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গুয়ানা আমাজন ওয়ারিয়র্স এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে। তারা এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে ৬টি ম্যাচে তারা জয় পেয়েছে। বাকি ২টি ম্যাচের মধ্যে একটিতে তারা পরাজিত হয়েছে এবং একটি ম্যাচে কোনও ফলাফল পাওয়া যায়নি। ইমরান তাহিরের নেতৃত্বাধীন দল তাদের আগের ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের (এসএলকে) কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছিল। এই মরসুমে এটি ছিল তাদের প্ৰথম পরাজয়।
বার্বাডোস রয়্যালসের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারা এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছে। রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ৫টি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে এবং তাদের একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। তারা পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। বিআর তাদের আগের ম্যাচটিতে গুয়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিল। অর্থাৎ, আসন্ন ম্যাচটিতে বার্বাডোস রয়্যালসের প্রতিপক্ষের কোনও পরিবর্তন হবে না। রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন দল আগের ম্যাচটিতে ইমরান তাহিরের নেতৃত্বাধীন দলের কাছে মাত্র ৩ রানে পরাজিত হয়েছিল। এই মরসুমে জিইউওয়াইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটিতে অবশ্যই পরাজয়ের বদলা নিতে চাইবে বার্বাডোস রয়্যালস।
পিচ রিপোর্ট
প্রভিডেন্স স্টেডিয়ামের পিচ থেকে বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগই সাহায্য পাবে। তবে কোনো ব্যাটার পিচে সেট হয়ে গেলে তাকে আটকানো মুশকিল হতে পারে। অন্যদিকে, স্পিনাররা মাঝের ওভারগুলিতে পিচকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ব্যাটাররা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এই মরসুমে মাঠটিতে এখনও পর্যন্ত মাত্র ২টি ম্যাচ খেলা হয়েছে এবং উভয় ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে। এই কথাটি মাথায় রেখে টসজয়ী দলের অধিনায়ক প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
সম্ভাব্য একাদশ
গুয়ানা আমাজন ওয়ারিয়র্স
সাইম আইয়ুব, ম্যাথিউ নান্দু, শাই হোপ, আজম খান (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, কিমো পল, রোমারিও শেফার্ড, ডোয়েন প্রিটোরিয়াস, ওডেন স্মিথ, গুড়াকেশ মতি, ইমরান তাহির (অধিনায়ক)।
বার্বাডোস রয়্যালস
কাইল মেয়ার্স, রাহকিম কর্নওয়াল, লরি ইভান্স (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, জেসন হোল্ডার, কার্লোস ব্র্যাথওয়েট, জাস্টিন গ্রিভস, রোয়েলফ ভ্যান ডার মারউই, কায়েস আহমেদ, ওবেড ম্যাককয়।
গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম বার্বাডোস রয়্যালস হেড টু হেড
ম্যাচ – ২২ | গুয়ানা আমাজন ওয়ারিয়র্স – ১৪ | বার্বাডোস রয়্যালস – ৮
সম্প্রচার বিবরণী
ম্যাচ – গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম বার্বাডোস রয়্যালস
সময় – ভোর ৪:৩০টে
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইট
The post সিপিএল ২০২৩, ম্যাচ ৩০, গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম বার্বাডোস রয়্যালস: ম্যাচ প্রিভিউ,সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.