সুনীল গাভাসকরের জন্মদিনে আবেগতাড়িত শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকরের

জুলাই 10, 2023

No tags for this post.
Spread the love

Sunil Gavaskar and Sachin Tendulkar. (Photo by Satyabrata Tripathy/Hindustan Times via Getty Images)

৭৪-এ পা দিলেন ভারত তথা বিশ্ব ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর। তাঁকে ঘিরে যে সকলেই বেশ আবেগতাড়িত এই মুহূর্তে তা বলাার অপেক্ষা রাখে না। সেইভাবেই চলছে নানান হিসাব নিকাশ। সোশ্যাল মিডিয়া জুড়ে সুনীল গাভাসকরের জন্মদিন ঘিরে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। সেই সুনীল গাভাসকরকেই আবেগতাড়িত বার্তা দিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন আরপেক প্রাক্তন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটে সুনীল গাভাসকরের অবদান অনস্বীকার্য।

ভারত তথা বিশ্ব ক্রিকেটে সুনীল গাভাসকরের নানান রেকর্ড রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে অভিষেক হয়েছিল সুনীল গাভাসকরের। প্রথম সিরিজ থেকেই নিজের পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছিলেন এই তারকা ক্রিকেটার। অতীতে তো বটেই, এখনও বহু ক্রিকেটারের আদর্শ তিনি। তাঁকে নিদজের আদর্শ মনে করেন  সচিন তেন্ডুলকর। বরাবরই যে ক্রিকেটের মঞ্চে সুনীল গাভাসকরের মতো ক্রিকেটার হতে চেয়েছিলেন তিনি, সেই কথাই এবার প্রকাশ্যে জানালেন সচিন তেন্ডুলকর।

টেস্টের মঞ্চে প্রথম ক্রিকেটার হি্সাবে ১০,০০০ রান করেছিলেন সুনীল গাভাসকর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই অভিষেক টেস্ট সিরিজেই ৭৭৪ রান করে সকলের নজর কেড়েছিলেন সুনীল গাভাসকর। সেই থেকেই শুরু হয়েছিল কিংবদন্তী হয়ে ওঠার যাত্রাটা। বিশ্ব ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ১০ হাজার রানের মাইলস্টোন তৈরি করার রেকর্ড গড়েছিলেন সুনীল গাভাসকর। তাঁর সেই রেকর্ড পরবর্তী কালে ভেঙেছিলেন সচিন তেন্ডুলকর। সুনীল গাভাসকরেরও পছন্দের ক্রিকেটারদের তালিকাতে যে সচিন তেন্ডুলকরের স্থান অনেক ওপরের দিকে তা বলার অপেক্ষা রাখে না। সেই কিংবদন্তীর জন্মদিনেই এবার বিশেষভাবে শুভেচ্ছা জানালেন আরেক কিংবদন্তী ক্রিকেটার।

Happy birthday to my batting idol, the man we all wanted to bat like while growing up.
Happy birthday, Gavaskar sir! pic.twitter.com/LdfmPy2w0S

— Sachin Tendulkar (@sachin_rt) July 10, 2023

সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “আমার ব্যাটিংয়ের আদর্শ সুনীল গাভসকরকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ছোট থেকে বড় হওয়ার পর এই মানুষটির মতোই হওয়ার চেষ্টা করতাম আমরা সকলে। শুভ জন্মদিন সুনীল গাভাসকর স্যার”।

দীর্ঘমেয়াদী কেরিয়ারের ১২৫ট টেস্ট ম্যাচ খেলেছেন এই কিংবদন্তী ক্রিকেটার। সেইসঙ্গে একদিনের ফর্ম্যাটেও খেলেছেন ১০৮টি ম্যাচ সুনীল গাভাসকর। টেস্টের মঞ্চে সুনীল গাভাসকরের ব্যাটে এসেছে ১০, ১২২ রান। যদিও ২০০৫ সালে তাঁর রেকর্ড ভেঙেছিলেন সচিন তেন্ডুলকর। সেখানেই ওডিআই ক্রিকেটে এই কিংবদন্তী ক্রিকেটারের ঝুলিেতে রয়েছে ৩০৯২ রান। শুধু তাই নয়, ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। সেই সুনীল গাভাসকরই সোমবার ৭৪-এ পা দিলেন। তাঁকে ঘিরেই এখমন শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।

The post সুনীল গাভাসকরের জন্মদিনে আবেগতাড়িত শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকরের appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8