Jasprit Bumrah. (Photo by Dan Mullan/Getty Images)
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের ঘরের মাঠে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কী হয়তা তো সময়ই বলবে। তবে এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সুস্থ জসপ্রীত বুমরার ভারতীয় দলে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়হতে চলেছে বেলেই মনে করছেন প্রাক্তন বারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ তাঁর মতে বিস্বকাপের নক আউট পর্ব কিংবা কঠিন ম্যাচে জসপ্রীত বুমরার সাফল্যই ভারতীয় দলকে তাদের লক্ষ্যের দিকে অনেকটা এগিয়ে দেবে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারতীয়দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপ আগেই পিছের সমস্যারজেরকে ছিটকে গিয়েছিলেন তিনি। খেলতে পারেননি এশিয়া কাপ। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের গে তাঁকে ভারতীয় দলে ফেরানো হয়েচিল ঠিকই, কিন্তু পুরপুরি সুস্থ হয়ে ফঠতে না পারার জ্নয শেষপ্রযন্ত ছিটকেই গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এরপর থেকে অআর দেশের জার্সিতে মাঠে নামতে পারেননি জসপ্রীত বুমরাহ। সেই সময়ই অস্ত্রোপচারও হয়েছিল জসপ্রীত বুমরার।
চোট সারিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ
তবে এখন শোনাযাচ্ছে ভারতীয় দলের এই স্পীডস্টার অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আয়ারল্যান্ড সফরেই ভারতীয়দলে পিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। সেই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বও থাকতে চলেছে এই তারকা ক্রিকেটারের কাঁধে। জসপ্রীত বহুমরার ফিরে সা নিয়েই এবার মুখ খুলেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর মতে সম্পূর্ণ সুস্থ জসপ্রীত বুমরাহকে পাওয়াটাই ভারতীয়দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নামতে পারলেই ভারতের বিশ্বকাপের জয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে বলে মনে করছেন মহম্মদ কাইফ।
মহম্মদ কাইফের মতে, “এই মুহূর্তে যে ক্রিকেটারকরা চোটের জন্য বাইরে রয়েছেন, এবারের বিশ্বকাপে ভারতের জয়ের জন্য তাদের ওপরই অনেককিচু নির্ভর করবে। জসপ্রীত বুমরাহ দীর্ঘ চোট আঘাতের সমস্যা কাটিয়ে এবার ফিরতে চলেছেন।সেখানেই আমরা তাঁর সুস্থতা সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাব। ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে ভাল পারফর্মযান্সের জন্য ভারতের একেবারে সুস্থ জসপ্রীত বুমরাহকে প্রয়োজন”।
জসপ্রীত বুমরাহ ছাড়াও ভারতীয় দলের বেশকয়েকজন তারকা ক্রিকেটার এখনও মাঠের বাইরে রয়েছেন। লোকেস রাহুল, স্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটাররা নেই। যদিও ঋষভ পন্থের এবারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার ভারতীয়দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তাদের ফেরার অপেক্ষাতেও রয়েছেন সকলে।
The post সুস্থ হয়ে ফেরা জসপ্রীত বুমরার ওপর ভারতের বিশ্বকাপ জয় নির্ভরশীল, মনে করছেন মহম্মদ কাইফ appeared first on CricTracker Bengali.