Aakash Chopra. (Photo Source: Instagram)
গত বুধবারই ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। টেস্ট এবং একদিনের ফর্ম্যাটে বিরাট কোহলি, রোহিত শর্মারা খেললেও, টি টোয়েন্টি সিরিজে তাদের না রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সেখানে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই ভারতের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই দলেই ভারতের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যকতম তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবকে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রশংসাই শোনা গেল প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মুখে।
২০২১ সালে ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হওয়ার পর থেকেই নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছেন সূর্যকুমর যাদব। সেই থেকেই ভারতীয় টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য এই তারকা ক্রিকেটার। তাঁর ব্যাট থেকে একের পর এক অভাবনীয় শট সকলকেই মুগ্ধ করেছেন। সেই তারকা ক্রিকেটারের কাঁধে এবার সহ অধিনায়কের দায়িত্ব দেখে খুশি আকাশ চোপড়া। তাঁর মতে ভারতীয় দলের হয়ে যেভাবে সূর্যকুমার যাদব পারফরম্যান্স করছেন, তাতে এই দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেওয়া একেবারেই সঠিক হয়েছে।
এবারের আইপিএলেও সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব
গতবছর থেকেই টি টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে সেঞ্চুরী ইনিংস খেলা। সেইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও সূর্যকুমার যাদব ছিলেন বিধ্বংসী ফর্মে। বিরাট কোহলির পরই ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। সেই দারা এই বছর আইপিএলেও মঞ্চেও ধরে রেখেছিলেন সূর্যকুমার যাদব। আর সেই পারফরম্যান্স দেখার পরই যে সূর্যকুমারকে ভারতীয় টি টোয়েন্টি দলের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এই সিদ্ধান্তের প্রশংসা করে আকাশ চোপড়া জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচন হয়েছে। সেখানেই হার্দিক পান্ডিয়া অধিনায়ক হয়েছেন এবং সহ অধিনায়কের দায়িত্ব উঠেছে সূর্যকুমার যাদবের ওপর। যেভাবে নিজের পারফরম্যান্স তিনি দেখাচ্ছেন, সেখানে্ সূর্যকুমার যাদবকে এই দায়িত্ব দেওয়াটা একেবারেই সঠিক কাজ হয়েছে।
সম্প্রতিই সূর্যকুমার যাদবের প্রশংসা শোনা গিয়েছি্ল এবি ডেভিলিয়র্সের মুখে। বিশেষ করে তাঁর বিভিন্ন শটের প্রশংসাই শোনা গিয়েছে এবি ডেভিলিয়র্সের মুখে। এই মুহর্তে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী বলেই জাকতে শুরু করেছেন সকলে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post সূর্যকুমার যাদবকে সহ অধিনায়ক করার সিদ্ধান্তের প্রশংসায় আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.