Suryakumar Yadav. (Photo Source: Twitter)
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই বিশ্বকাপে প্থম সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে। সেভাবে কিছু বুঝতে না দিলেও এই ম্যাচে ভারতীয় দলও যে বেশ চাপে রয়েছে তা মেনে নিতে দ্বিধা নেই ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। তাঁর মতে এই ম্যাচ তাদের কাছেও অত্যন্ত চাপের। দীর্ঘ ১২ বছর পর ঘরের মাঠে ভারতীয় দলের সামনে রয়েছে বিশ্বকাপ জয়ের হাতছানি। সেই পথে নিউ জিল্যান্ড যে ভারতীয় দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না।
গতবারের বিশ্বকাপেও দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। সেবারও সেমিফাইনালের মঞ্চে ভারতীয় দলের মুখোমুখি হয়েছিল নিউ জিল্যান্ডয। কিন্তু ২০১৯ সালে ভারতীয় দল সেই বাধা টপকাতে পারেনি। চার বছর পর ফের সেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই নামতে চলেছে টিম ইন্ডিয়া। একটা টাপা উত্তেজনা যে ভারতীয়. দলের ক্রিকেটারদের মধ্যেও কাজ করছে তা কার্যত মেনে নিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব।
শেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও নিউ জিল্যান্ডের কাছে হেরেছিল ভারত
এবারের বিশ্বকাপে অবশ্য অসাধারণ ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত লিগ টেবিলে এখটিও ম্যাচে হারেনি ভারত। সেই পারফরম্যান্স যে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বলাই বাহুল্য। একইসঙ্গে আইসিসির নক আউটে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ দুবারের সাক্ষাতও ঘটনাও কিন্তু সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। ওয়াংখেড়েতে নামার আগে সেই কথা মাথায় রেখে ভারতীয় দলও বাড়তি সাবধান। শেষপর্যন্ত রোহিত র্মার মুখে জয়ের হাসি ফোটে কিনা সেটাই এখন দেখার।
ম্যাচের আগে সূর্যকুমার যাদব জানিয়েছেন, “এটা একটা বড় মুহূর্ত। সত্যিই এই ম্যাচের জন্য আমি অত্য়ন্ত উত্তেজিত হয়ে রয়েছি। যখনই কোনও নক আউট ম্যাচের সময় এগিয়ে আসে, সেই মুহূর্তে উত্তেজনাটাও বাড়তে শুরু করে। যদিও এই মুহূর্তে সবকিছুই অত্যন্ত শান্ত রয়েছে। কিন্তু সকলেই অত্যন্ত উত্তেজিত হয়ে রয়েছে। সত্যি কথা বলতে কীএই ম্যাচটাও অন্যান্য ম্যাচের মতো একটা ম্যাচ কথা বলাটা খুবই সহজ। কিন্তু এই ম্যাচ অত্যন্ত চাপের ম্যাচ”।
শেষবার আইসিসির নক আউটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউ জিল্যান্ড। সেখানও হারতে হয়েছিল ভারতকে। ফের একবার সেমিফাইনালে মুখোমুখি তারা। সেখানে ভারতীয় দল সমস্ত প্রতিশোধ নিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।
The post সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সবসময়ই চাপের, মেনে নিচ্ছেন সূর্যকুমার যাদব appeared first on CricTracker Bengali.