সোনি স্পোর্টসকে পিছনে ফেলে ভারতীয় ক্রিকেটের নতুন টাইটেল স্পনসর হল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক

আগস্ট 26, 2023

No tags for this post.
Spread the love

IDFC First Bank logo and team India. (Photo Source: Twitter)

দেশের মাটিতে ভারতীয় দলের সিরিজগুলির জন্য নতুন টাইটেল স্পনসরের খোঁজ করছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শেষমেশ সোনি স্পোর্টসকে পিছনে ফেলে দিয়ে সেই জায়গা দখল করল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। তারা বিসিসিআইকে ম্যাচ প্রতি ৪ কোটি ২০ লক্ষ টাকা দেবে। এর আগে দেশের মাটিতে ভারতীয় দলের সিরিজগুলির টাইটেল স্পনসর ছিল মাস্টারকার্ড। তারা বিসিসিআইকে ম্যাচ প্রতি ৩ কোটি ৮০ লক্ষ টাকা করে দিত। অর্থাৎ, আগের তুলনায় ৪০ লক্ষ টাকা বেশি পাবে বিসিসিআই।

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সাথে ৩ বছরের চুক্তি করেছে বিসিসিআই। সুতরাং, ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত ঘরের মাঠে ভারতীয় দলের সিরিজগুলির ক্ষেত্রে টাইটেল স্পনসরের ভূমিকা পালন করবে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। বিসিসিআই নতুন টাইটেল স্পনসরের কাছ থেকে ৫৬টি ম্যাচের হিসাবে ২৩৫ কোটি টাকা পাবে।

নতুন টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে সোনি স্পোর্টসকে দ্বিতীয় স্থানে থাকতে দেখে অনেকেই অবাক হয়েছেন। সোনি স্পোর্টসের ভারতীয় দলের টাইটেল স্পনসর হতে চাওয়ার পিছনে একটি অনেক বড় কারণ ছিল। ২০১৪ সালে সোনি স্পোর্টস ভারতীয় দলের ম্যাচগুলির সম্প্রচার স্বত্ব পেয়েছিল। অন্যদিকে, তাদের প্রতিযোগী সংস্থা স্টার ইন্ডিয়া ভারতীয় দলের নতুন জার্সি স্পনসর হয়েছিল। যার ফলে খেলা চলাকালীন স্টারের লোগো দেখাতে বাধ্য হয়েছিল সোনি স্পোর্টস।

নয় বছর পর বদলা নেওয়ার সুযোগ হাতছাড়া করল সোনি স্পোর্টস

বর্তমানে ভারতীয় দলের ম্যাচগুলির সম্প্রচার স্বত্ব স্টার ইন্ডিয়ার কাছে রয়েছে। সোনি স্পোর্টস যদি ভারতের নতুন টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে প্ৰথম স্থান অধিকার করতে পারত তাহলে তারা স্টার ইন্ডিয়ার থেকে বদলা নিতে পারত। সোনি স্পোর্টস যদি টাইটেল স্পনসর হত তাহলে স্টার ইন্ডিয়াকে বাধ্য হয়ে ম্যাচ চলাকালীন তাদের লোগো দেখাতে হত এবং প্রয়োজনে নামও উল্লেখ করতে হত। এছাড়াও সিরিজ সম্প্রচারের প্রচার করার ক্ষেত্রেও স্টার ইন্ডিয়াকে সোনি স্পোর্টসের নাম ব্যবহার করতে হত।

নতুন টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে তিনটি সংস্থা ছিল। কিছু ত্রুটির কারণে আগেই একটি সংস্থা বাদ পড়ে গিয়েছিল। শেষমেশ সফলতা অর্জন করে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। এই সংস্থাটি এর আগে কোনওভাবেই ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত ছিল না। তাই শেষমেশ তারা যে নতুন টাইটেল স্পনসর হবে তা অনেকেই আশা করেননি।

The post সোনি স্পোর্টসকে পিছনে ফেলে ভারতীয় ক্রিকেটের নতুন টাইটেল স্পনসর হল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador