Tanzim Hasan. ( Photo Source: X(Twitter)
এবারের এশিয়া কাপেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল তানজিম হাসানের। যদিও সেখানে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেননি তিনি। কয়েকদিনের মধ্যেই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার। বহুদিন আগে করা এক ফেসবুক পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছিল বিস্তর আলোচনা এবং সমালোচনা। অবশেষে সেই বিতর্কের মাঝেই ক্ষমা চেয়ে নিলেন বাংলাদেশের এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেই ক্ষমা চেয়ে নিয়েছেন এই স্পীডস্টার। মঙ্গলবার জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের হেড এব অপারেশন জানান ইউনুস।
তিনি বাংলাদেশের হয়ে অভিষেক করার পর থেকেই তাঁর বহুদিন আগে করা একটি ফেসবুক পোস্ট ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই থেকেই শুরু হয়েছিল নানান সমালোচনা। সেই পোস্টেই তিনি মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই পিুরনো পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল। এশিয়া কাপের পর থেকেই বাংলাদেশের এই ক্রিকেটারকে নিয়ে চলছিল নানান কথাবার্তা। অবশেষে নিজের সেই পোস্টের জন্য এবার ক্ষমা চেয়ে নিলেন তানজিম হাসান।
তানজিম হাসানের একটি ফেসবুস পোস্ট ঘিরে শুরু হয়েছিল বিতর্ক
তানজিম হাসানের সেই পোস্টে লেখা ছিল, “ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মহিলাদের বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্ একজন লজ্জাশীন মা দিতে পারবেন না”। এই পোস্ট সকলের সামনে আসার পর থেকেই তচোপড়া পড়ে গিয়েছিল নেট পাড়ায়। মাঠের ভিতরে কিছু না হলেও মাঠের বাইরে বিরাট বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার। এরপরই তাঁর আরও একটা পোস্ট সামনে এসেছিল।
যেখানে লেখা ছিল, “স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না। স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না। স্ত্রী চাকরি করলে তাঁর কমনীয়তা নষ্ট হয়। স্ত্রী চাকরি করে পরিবার ধ্বংস হয়। স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়। স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়”।
তাঁর এমন পোস্ট যে অনেকেই ভাল চোখে দেখেনি তা বলাই বাহুল্য । সেইসঙ্গেই শুরু বিস্তর বিতর্ক। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। সেখানেই জানানো হয়েছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে তানজিমের সঙ্গে কথা বলেছে ক্রিকেট অপারেশন কমিটি। মিডিয়া কমিটি তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছে। আমরা তাঁকে তাঁর ফেসবুক পোস্ট সম্বন্ধে অবগত করিয়েছি। তিনি জানিয়েছেন যে এই পোস্ট লিখে কাওকে আঘাত দেওয়ার কোনওরকম ইচ্ছা তাঁর ছিল না। তিনি নিজের জন্য লিখেছিলেন। কাওকে উদ্দেশ্য করে লেখেননি। যদি কাোকে সেই পোস্ট আঘাত দেয়, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন”।
The post সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন তানজিম হাসান appeared first on CricTracker Bengali.