Mohammed Shami. (Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images)
আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীর্ঘ সফর ভারতীয় দলের। টি টোয়েন্টি, টেস্ট এবং ওডিআই, তিন ফর্ম্যাটেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানেই এবার মহম্মদ সামির খেলা নিয়ে দেখা দিয়েছে জল্পনা। ওডিআই ও টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে তিনি না থাকলেও, টেস্ট সিরিজে রয়েছেন মহম্মদ সামি। কিন্তু তাঁর ফিটনেসের পরীক্ষার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মহম্মদ সামি যদি ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেন তবেই নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে নামতে পারবেন তিনি।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সামি। কার্যত ভারতের ফাইনালের মঞ্চে পৌঁছনোর পিছনে অন্যতম প্রধান কারিদডড় ছিলেন েই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের পর আপাতত সিনিয়র ক্রিকেটারদের সহ্গে মহম্মদ সামিকেও বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। একেবারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই নামার কথা রয়েছে মহম্মদ সামি। তাঁকে স্কোয়াডে রাখা হলেও এখনও পর্যন্ত মহম্মদ সামির মাঠে নামা নিয়ে পুরোপুরি নিশ্চিয়তা নেই।
এবারের ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক মহম্মদ সামি
আগামী সপ্তাহেই এনসিএ-তে যোগ দেবেন মহম্মদ সামি। সেখানেইউ তাঁর ফিচনেট পরীক্ষা হবে। সেই পরীক্ষায় পাশ করতে পারলে তবেই নাকি দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ পাবেন এই তারকা ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। দক্ষিণ আফ্রিকার বিরুদধে শুধুমাত্র টেস্ট দলেই জায়গা হয়েছে এই তারকা ক্রিকেটারের। টি টোয়েন্টি ও ওডিআই শিবিরে মহম্মদ সামিকে না রাখারই সিদ্ধন্ত নেওয়া হয়েছে।
মহম্মদ সামিকে টেস্ট দলে রাখা হলেও, সেখানে তাঁর নামের পাশে রয়েছে স্টার মার্ক। তার মানে এটাই যে ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারলে তবেই তিনি ভারতীয় জদলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার সুযোগ পাবেন। শেষপর্যন্ত সেকানে মহম্মদ সামি ফিটনেস টেস্টে পাশ করতে পারেন কিনা সেতা সময়ই বলবে। শোনাযাচ্ছে কয়েকদিন আগেই মুম্বইয়ে একজন স্পোক্টস অর্থোপেডিকের সঙ্গে দেখা করেছিলেন মহম্মদ সামি। তাঁর থেকেই পরামর্শ নিয়েছিলেন সামি।
এবার সেই মহম্মদ সামিরই খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন মহম্মদ সামি। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মাবলিকও তিনি। মাত্র সাতটি ম্যাচ খেলেই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি। এবার দক্ষিণ আফ্রিকা সফরে তিনি নামতে পারেন কিনা সটাই দেখার অপেক্ষায় সকলে।
The post স্কোয়াডে থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত মহম্মদ সামি appeared first on CricTracker Bengali.










