Pakistan Team. ( Photo Source: PCB )
হায়দরাবাদে খোশ মেজাজেই রয়েছেন পাকিস্তান দলের তারকা ক্রিকেটাররা। কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট দল ভারতে এসে পৌঁছেছে। বিশ্বকাপের মঞ্চে শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তার আগে হায়দরাবাদে পাকিস্তান ক্রিকেট দলের ক্রিকেটাররা বেশ খোশ মেজাজেই রয়েছেন। হায়দরাবাদের এক রেস্তোঁরাতে ডিনার পার্টিতে মাতলেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। সেই ছবিই সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল। বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটাররা বেশ খোশ মেজাজেই সময় কাটাচ্ছেন। আগামী ৩ অক্টোবর প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে পাকিস্তান।
গত শনিবারই ভারতের মাটিতে পাকিস্তানের খাদ্য তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপের মঞ্চে তারা আগামী ৬ অক্টোবর প্রথম ম্যাচে নামতে চলেছে পাকিস্তান ক্রিকেট দল। ১৯৯২ সালের পর থেকে এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি পাক ক্রিকেট দল। এবার ভারতের মাটিতেই সেই বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়ে রয়েছে পাকিস্তান। শেষপর্যন্ত সেই লক্ষ্যে তারা সাফল্য পাবে কিনা তা তো সময়ই বলবে। বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে বড় রান করতে পারলেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে জিততে পারেনি তারা।
আগামী ৩ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামতে চলেছেন বাবর আজমরা
বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। বিশ্বকাপের এই হাই ভোল্টেজ ম্যাচের দিকেই যে সকলে তাকিয়ে রয়েছে তা বলাই বাহুল্য। সেই বিশ্বকাপের মঞ্চে সাফল্যের খোঁজেই ভারতের মাটিতে পৌঁছল পাকিস্তান। সেখানেই তাদের স্বাগত জানানোর যে ব্যবস্থা হয়েছিল তা দেখেই আপ্লুত হয়েছিলেন বাবর আজম সহ পাকিস্তান ক্রিকেটাররা। আপাতত ম্যাচের চিন্তা সরিয়ে রেখে হায়দরাবাদের নিজেদের ডিনার পার্টি নিয়েই ব্যস্ত রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের ক্রিকেটাররা। খোশ মেজাজেই পাওয়া বাবর আজমদের।
🎥 Hangout in Hyderabad: Glimpses from the Pakistan team dinner 🍽️#CWC23 pic.twitter.com/R2mB9rQurN
— Pakistan Cricket (@TheRealPCB) September 30, 2023
বিশ্বকাপের আগেই ওডিআই দলের ক্রম তালিকায় নিজেদের পদ হারিয়েছে পাকিস্তান। শীর্ষস্থানে তাদের সরিয়ে জায়গা করে নিয়েছে ভারতীয় দল। সেইসঙ্গে এশিয়া কাপের মঞ্চেও ভারতীয় দলের কাছে সাফল্য পেতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান বাহিনী। ভারতের কাছে সুপার ফোরের মঞ্চে বিরাট ব্যবধানে হারতে হয়েছিল পাক বাহীনিকে। সেই হারের ক্ষত যে এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেটারদের মনে তাজা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে সেই প্রকতিশোধ নিতে যে পাকিস্তান প্রস্তুত তাও বলার অপেক্ষা রাখে না।
প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবে পাকিস্তান। সেই ম্যাচে বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা জয়ের মুখ দেখতে পান কিনা সেটাই দেখার।
The post হায়দরাবাদের রেস্তোঁরাতে ডিনার বাবর আজমদের, খোশ মেজাজেই পাক ক্রিকেটাররা appeared first on CricTracker Bengali.