Pakistan Team. ( Image Source: PCB/Twitter )
বিশ্বকাপের দামামা আগদেই বেজে গিয়েছে। এবার শুদই ওডিআই বিশ্বকাপের বাইশগজে বল গড়ানোর অপেক্ষা। আগামী ৫ অক্টোবর থেকে সুরকু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। প্রথম ম্যাচেই বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড। সেই ম্যাচ ঘিরে অএখন তেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। তার আগেই অবশ্য রয়েছে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ। কিন্তু সেখানেই খানিকটা সমস্যা দেখা গিয়েছে। হায়দরাবাদে পাকিস্তান বনাম্ নিউ জিল্যান্ড ওয়ার্মআপ ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়াম। আর তাতেই খানিকটা হলেও মন খারাপ হবে ক্রিকেট সমর্থকদেরয
বিশ্বকাপের আগে হায়দরাবাদে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামার কথা রয়েছে পাকিস্তান। ইতিমধ্যেই টিকিট বিতরণ সংস্থা বুক মাই শো প্রতিটি প্রস্তুতি ম্যাচের টিকিটও বিক্রি করা শুরু করে দিয়েছে। কিন্তু নিরাপত্তার কারণে হায়দরাবাদে নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ দর্শকশূন্য গ্যালারীতেই করতে হবে। যে সময় ভারতের মাটিতে বিশ্বকাপ হতে চলেছে, সেই স,সময় গোটা ভারত জুড়ে উত্সবের মেজাজ। হাযদরাবাদেও সেই সময় নানান উতসব রয়েছে। সে ই কারণেই এই প্রস্তুতি ম্যাচের সময় পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবেন না হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।
নিরাপত্তা জনিত কারণেই পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে দর্শক প্রবেশ নিষেধাজ্ঞা।
এবারের বিস্বকাপের সূচী ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ। আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন পরিবর্তনের সঙ্গে ইডেন গার্ডেন্সেও ম্যাচের দিন বদলেছিল। সেই একইরকম পরিস্থিতি হায়দরাবাদেও দেখা গিয়েছে। সেখানেই ওঅ ওয়ার্মআপ ম্যাচের সময় যথযথ নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলেই শোনা গিয়েছে। আর সেই কারণেই এই স্টেডিয়ামে পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড ম্যাচ দর্শকশূন্য করার কথাই ঘোষণা করা হয়েছে। সেখানেই শেষপর্যনত কী হয় সেটাই এখন দেখার।
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশাপাশি বিসিআইয়ের এক কর্তার মুখ থেকেও এমনটাই শোনা গিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে বোর্ড সূত্রে জানানো হয়েছে, “এখানে দর্শকশূন্য গ্যালারীতেই হবে এই প্রস্তুতি ম্যাচ। ইতিমধ্যেই যারা টিকিট কেটে রেখেছেন েই ম্যাচের জন্য, তাদের টিকিটের টাকা ফেরত দেওারক সিদ্ধান্তও নেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে”।
ইতিমধ্যেই সকলে প্রস্তুতি ম্যাচের টিকিটও কাটতে শুরু করেছেন। সেখানে এই ম্যাচের টিকিটএও ছাড়া হয়েছি বুক মাই শোয়ের তরফে। কিন্তু শোনাযাচ্ছে সেই টিকিটের অর্থ দেওয়ার নির্দেশ নাকি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এখম শুধুই ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post হায়দরাবাদে পাকিস্তানের ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়াম appeared first on CricTracker Bengali.