Cricket World Cup Trophy. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)
গত মাসের শেষেই ওডিআই বিশ্বকাপের সূচী নতুনভাবে প্রকাশ করেছে আইসিসির। কিন্তু কয়েকদিন আদে তেকেই সুরু হয়েছিল নতুন জল্পনা। হাত্ই পরপর দুটো ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সমস্যা জানিয়ে বিসিসিআইয়ের দ্বারস্থ হয়েছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ৯ ও ১০ অক্টোবর পরপর দুটো ম্যাচ হওয়ার ফলে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে সমস্যার কথা জানিয়ে বিসিসিআইয়ের দ্বারস্থ হয়ে ম্যাচের দিন ফের পরিবর্তনের আবেদন জানিয়েছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। অবশেষে সেই আবেদন খারিজ করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ফের বিশ্বকাপের খেলার দিন পরবর্তন হয় কিনা সেই নিয়েই নতুন করে জল্পনা শুরু হয়েছিল। বিসিসিআইয়ের কাছেই সেই আবেদন করেছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যসোসিয়েশন। দীর্ঘ বৈঠকের পর শেষপর্যন্ত দিন পরিবর্তনের সেই আবেদন খারিজ করে দেওয়ার পথেই হেঁটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দেড় মাস বাকি রয়েছে। এই সময়ের মধ্যে ফের বিশ্বকাপের কোনও ম্যাচের দিন পরিবর্তন করা এবং নতুন করে সূচী প্রস্তুত করা কার্যত অসম্ভব বলেই মনে করছে বিসিসিআই। আর সেই কারণেই শেষপর্যন্ত হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আহেদন খারিজ করেছে বোর্ড।
আগামী ৯ ও ১০ অক্টোবর পরপর ম্যাচ রয়েছে হায়দরাবাদে
প্রথম সূচী ঘোষণা হওয়ার পর নবরাত্রির জন্য আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর এগিয়ে নিয়ে আসা হয়েছেল। এরপর কালীপুজোর দিন কলকাতায় ম্যাচ হওয়া নিয়েও সমস্যা দেখা গিয়েছিল। কার্যত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে না পারার কথাই সেই সময় শোনা গিয়েছিল। এরপরই অবশ্য পরিবর্তিত সূচী ঘোষণা করা হয়েছিল আইসিসির তরফে। সেখানেই কলকাতার ম্যাচও একদিন এগিয়ে গিয়েছে।
আর সেই পরিবর্তিত সূচীতেই খানিকটা সমস্যায় পড়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেখানেই এবার পরপর দুদি্ন ম্যাচ হতে চলেছে। ৯ ও ১০ অক্টোবর পরপর ম্যাচ রয়েছে সেখানে। আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে যাওয়ার ফলেই এই পরিবর্তন করতে হয়েছে আইসিসিকে। প্রথম সূচী অনুযায়ী এখানে ১২ অক্টোবর ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবরে এগিয়ে যাওয়ার ফলে। সেখানেই ১২ এরপর পরিবর্তে ১০ অক্টোবর হায়দরাবাদে হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ।
এই নতুন সূচীতেই খানিকটা সমস্যায় পড়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যসোসিয়েশন। এরপরই বিসিসিআইয়ের সরণাপন্ন হয়েছিল তারা। যদিও শেষপর্যন্ত তা আর সম্ভব হয়নি। বিসিসিআইয়ের তরফে তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
The post হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যাচের দিন বদলের আবেদন খারিজ করল বিসিসিআই appeared first on CricTracker Bengali.