হারিস রউফের দ্রুতগতির বলে ভেঙে গেল শ্রেয়াস আইয়ারের ব্যাট

সেপ্টে. 2, 2023

No tags for this post.
Spread the love

Shreyas Iyer. (Photo Source: Disney+hotstar)

এশিয়া কাপ ২০২৩-এর তৃতীয় ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের মুখোমুখি হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচটিতে ইতিমধ্যেই দুইবার বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে। ৪.২ ওভারের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ করতে হয়েছিল। এরপর ব্যাট করতে নেমে দুইজন অভিজ্ঞ ব্যাটারের উইকেট হারিয়ে ফেলে ভারত। অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি শাহীন শাহ আফ্রিদির শিকার হন। রোহিত ২২ বলে ১১ রান করেন। বিরাট ৭ বলে ৪ রান করতে সক্ষম হন।

এরপর ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। ম্যাচের অষ্টম ওভারে হারিস রউফের দ্রুতগতির বলে তার ব্যাট ভেঙে যায়। আইয়ার একটি কভার ড্রাইভ খেলেন এবং ২ রান নিতে সক্ষম হন। কিন্তু এই শটটি মারার পরেই তার ব্যাট ভেঙে যায়।

ব্যাট ভেঙে যাওয়ার এই ঘটনার পর তিনি সুন্দর দুটি চার মারেন। শাহীন আফ্রিদি টপ অর্ডারের দুইজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর পর শ্রেয়াসের উপর দায়িত্ব অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু তিনি এই দায়িত্ব পালন করতে পারেননি। দশম ওভারে রউফের বলে আউট হন তিনি। রউফের শর্ট বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে বসেন আইয়ার। ২৮ বছর বয়সী এই ব্যাটার শর্ট বলটিতে একটি সুন্দর পুল শট খেলেছিলেন কিন্তু ফলাফল তার তরফে যায়নি। তিনি ২টি চার সহ ৯ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

এই মুহূর্তে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ভারত

বাঁ-হাতি পেসারদের সামনে ভারতীয় দলের টপ অর্ডারের ব্যাটারদের অনেকবারই সমস্যার মধ্যে দেখা গেছে। এই ম্যাচেও ব্যতিক্রম কিছু হল না। ভারতীয় দলের জন্য রোহিত শর্মা এবং বিরাট কোহলি কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। কিন্তু এশিয়া কাপ ২০২৩-এ ব্যাট হাতে তাদের শুরুটা একেবারেই ভালো হল না।

রোহিত শর্মা বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই ব্যাটিং করছিলেন। কিন্তু শেষমেশ শাহীন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ের সামনে তাকে হার মানতে হয়। বিরাট কোহলি নাসিম শাহের বলে একটি সুন্দর চার মেরে নিজের রানের খাতা খুলেছিলেন। কিন্তু এর পরের ওভারেই তিনি শাহীনের বলে প্লেড-অন হন।

অন্যদিকে, শুভমন গিলও খুব একটা ভালো রান করতে পারেননি। তিনি ৩২ বলে মাত্র ১০ রান করে হারিস রউফের শিকার হন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ইশান কিষান এবং হার্দিক পান্ডিয়া। তাদের মধ্যে পার্টনারশিপ ইতিমধ্যেই ৫০ রান ছাড়িয়ে গেছে।

The post হারিস রউফের দ্রুতগতির বলে ভেঙে গেল শ্রেয়াস আইয়ারের ব্যাট appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8