Kris Srikkanth. (Photo Source: Twitter)
চোট সারি্য়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে ফি্রেছেন লোকেশ রাহুল। দলে ফিরলেও লোকেশ রাহুল ভারতীয় দলের হয়ে কতগুলো ম্যাচ এই এশিয়া কাপের মঞ্চে খেলতে পারবেন সেটা নিয়েই একটা সংশয় দেখা দিয়েছে এখন থেকে। ভারতীয় দলে লোকেশ রাহুল ফিরলেও, তিনি যে একেবারে চোটমুক্ত তা নয়। আর এই প্রসঙ্গ নিয়েই এবার মুখ খুলেছেন প্রাক্তন নির্বাতক তকা ক্রিকেটার কৃষ্ণামাচারিয়া শ্রীকান্থ। একজন ক্রিকেচারের চোট থাকা সত্ত্বেও কেন তাঁকে ভারতীয় জলে নেওয়া হল সেটাই বুঝে উঠতে পারছেন না তিনি।
গত সোমবারই এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সেই এশিয়া কাপের দলেই ভারতীয় শিবিরে ফিরেছেন লোকেশ রাহুলর ও শ্রেয়স আইয়ার। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বািরে ছিলেন এই দুই তারকা ক্রিকেটার। এসিয়াকাপের দলে তাদের ফেরার সংবাদ যে সকলকেই বেশ স্বস্তি ফিরিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেইসঙ্গে অস্বস্তিও রয়েছে টিম ইন্ডিয়া শিবির। দল ঘোষণার পরই লোকেস রাহুলের চোট নিয়ে মুখ খুলেছিলেন অজিত আগরকর।
পুরনো চোট না থাকলেও হাল্কা চোট রয়েছে লোকেশ রাহুলের
সেখানেই তিনি জানিয়েছিলেন যে লোকেশ রাহুলের চোট সেরে গেলেও, নতুনভাবে চোটের কবলে পড়েছেন তিনি। যদিও সেই চোট একেবারেই হাল্কা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। প্রথম দিকের কয়েকটা ম্যাচে যে লোকেশ রাহুল অনিশ্চিত তাও অজিত আগরকরের কথার ইঙ্গিতে ছিল স্পষ্ট। আর সেই কথা শোনার পর থেকেই বারতীয় দলের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার কেএস শ্রীকান্ত। তাঁর মতে চোট থাকা সত্ত্বেও কেন লোকেশ রাহুলকে ভারতীয় দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই ইউটিউব ভিডিওতে শ্রীকান্থ জানিয়েছেন, “এটা বলা হয়েছে যে লোকেশ রাহুলের একটা হাল্কা চোট রয়েছে। যদি তাঁর হাল্কা চোট থাকে তবে দলে তাঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি নির্বাচনের সময় কোনও ক্রিকেটার চোটের কবলে থাকেন, তাঁকে কখনোই স্কোয়াডে রাখা উচিত্ নয়”।
এবারের আইপিএলের ম্যাচের মাঝেই চোট পেয়ে মাঠ থেকে বেড়িয়ে গিয়েছিলেন তিনি। সেই থেকেই আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। একইসঙ্গে ভারতীয় দলের বাইরে ছিলেন শ্রেয়স আইয়ারও। এশিয়া কাপের দলে দুই ক্রিকেটারই ফিরেছেন। কিন্তু লোকেশ রাহুলের হাল্কা একটা চোট রয়েছে। আর সেই প্রসঙ্গ নিয়েই এবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্থ।
The post হাল্কা চোট থাকা সত্ত্বেও লোকেশ রাহুলকে দলে রাখা নিয়ে প্রশ্ন তুললেন ক্রিস শ্রীকান্থ appeared first on CricTracker Bengali.