Ben Stokes. ( Image Source: Twitter )
আর ২৪ ঘন্টাও বাকি নেই। এরপরই বিশ্বকাপের মঞ্চে শুরু হতে চলেছে ক্রিকেটের বিশ্ব জয়ের লড়াই। সেখানেই উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুই শিবিরই। কিন্তু সেই ম্যাচের আগেই খানিকটা চিন্তায় ইংল্যান্ড বাহিনী। শোনাযাচ্ছে প্রথম ম্যাচে অনিস্চিত তাদের তারকা ক্রিকেটার বেন স্টোকস। আর এই খবরটা যে ইংল্যান্ড শিবিরের জন্য বেশ অস্বস্তির তা বলার অপেক্ষা রাখে না। হাল্কা চোট রয়েছে বেন স্টোকসের। সেই কারণেই চিন্তা বাড়ছে ব্রিটিশ শিবিরে।
কয়েকদিন আগেই অবসর ভেঙে ফের ইংল্যান্ডের হয়ে ওডিআই ফর্ম্যাটে ফিরেছেন বেন স্টোকস। এই বিশ্বকাপের মঞ্চে ব্রিটিশ শিবিরে তিনি যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। প্রত্যাবর্তনের ম়্চে ইংল্যান্ডের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু তাঁকে নিয়ই এবার চিন্তার ভাঁজ পড়েছে ব্রিটিশ টিম ম্যানেজমেন্টের সদস্যদের কপালে।
অবসর ভেঙে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই ওডিআই ফর্ম্যাটে ফিরেছিলেন বেন স্টোকস
ইংল্যান্ডের শেষ বারের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রদান কারিগড় ছিলেন বেন স্টোকস। তাঁর হাত ধরেই ফাইনাবের মঞ্চে নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথমবার ওডিআই বিশ্বকাপ চ্যামন্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। যদিও ২০২২ সালেই ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকস। সেই থেকে এই জার্সিতে আর দেখা যায়নি তাঁকে। এই বিশ্বকাপের আগেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ফিরেছিলেন এই তারকা ক্রিকেটার। সেই সিরিজে সেঞ্চুরী ইনিংসও খেলেছিলেন বেন স্টোকস। কিন্তু ভারতের বিশ্বকাপের মঞ্চে নামার আগেই হাল্কা চোট পেয়েছেন বেন স্টোকস। ম্যাচের আগের দিন সেই কথা শোনা গেল খোদ দলের অধিনায়ক জস বাটলারের মুখে।
তিনি জানিয়েছেন, “তিনি কোমড়ে হাল্কা চোট পেয়েছেন। তবে আমরা আশা করে আছি যে আমাদের কাছে একটা বাল খবর আসতে চলেছে। তিনি ফিজিওদের সঙ্গে কঠোর পরিশ্রম করে চসলেছেন। বেন স্টোক অনুশীলনে ফেরার পরই সমস্ত কিছু জানতে পারব আমরা। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব আমরা। তিনি খেলার জন্য ফিট রয়েছেন কিনা সেটাই দেখে নেব আমরা”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে বিরাট রান করেছিলেন বেন স্টোকস। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ভারতের মাটিতে খেলেছিবলেন বেন স্টোকস। সেই অভিজ্ঞতাও যে ভারতের মাটিতে কাজে লাগাবে ব্রিটিশ বাহিনী। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post হাল্কা চোট রয়েছে বেন স্টোকসের, প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত তিনি appeared first on CricTracker Bengali.