Wanindu Hasaranga. (Photo by Francois Nel/Getty Images)
পাকিস্তানের পাশাপাশি এবার শ্রীলঙ্কার মাটিতেও হবে এশিয়া কাপের ম্যাচ। ভারতের প্রতিটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। ঘরের মাঠে বেশ কয়েকটি ম্য়াচ রয়েছে শ্রীলঙ্কারও। কিন্তু সেই এশিয়া কাপের মঞ্চে নামার আগেই চিন্তার বাঁজ পড়েছে শ্রীলহ্কা টিম ম্যানেজমেন্টের সদস্যদের কপালে। এই মুহূর্তে দলের সবচেয়ে প্রধান অস্ত্র ওয়ানিন্দু হাসারঙ্গার খেলা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। হাতে আর মাত্র কয়েকটা দিনই সময় রয়েছে। তার আগে ওয়ানিন্দু হাসারঙ্গা শ্রীলঙ্কার হয়ে এসিয়া কাপের মঞ্চে নামতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
সদ্য শেষ হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ। সেখানেই এবার দুরন্ত পারফর্ম্যান্স প্রদর্শন করেছিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারঙ্গা। তাঁর হাত ধরেই কার্যত প্রথমবার লঙ্কা প্রিমিয়ার লিগে জিতে নিয়েছে বি লাভ ক্যান্ডি। কিন্তু তার মাঝেই শ্রীলঙ্কা শিবিরে দেখা গিয়েছে নতুন সমস্যা। আসন্ন এসিা কাপের শ্রীলঙ্কার হয়ে মাঠে নামা অনিশ্চিত ওয়ানিন্দু হাসারঙ্গার। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে তাঁর। এখনও পর্যন্ত তাঁর ফিটনেস টেস্টের রিপোর্ট আসেনি শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টের কাছে। তারই অপেক্ষায় রয়েছেন সকলে।
লঙ্কা প্রিমিয়ার লিগে ১৯টি উইকেট তুলে নিয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা
গত সোমবারই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে ভারত। এই মহূর্তে শ্রীলঙ্কা বাদে প্রতিটি দেশই তাদের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। কিন্তু শ্রীলঙ্কা এখনও প্র।ন্ত তাগের স্কোয়াড ঘোষণা করতে পারেনি। ওয়ানিন্দু হাসারঙ্গার চূড়ান্ত রিপোর্টের অপেক্ষাতেই এখন রয়েছ সকলে। ওয়ানিন্দু হাসারঙ্গার মতো তারকা ক্রিকেটার যদি এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার হয়া মাঠে নামতে না পারে, সেটা যে শ্রীলঙ্কার হয়ে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কা স্পোর্টস মিনিস্ট্রিতেই তাঁপ নাম অ্যাপ্রুভের জন্য পাঠানো হয়েছে।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে বি লাভ ক্যান্ডিরক অধিনায়কের দায়িত্বে ছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। গোটা প্রতিযোগিতাতেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। তাঁর হাত ধরেই একের পর এক ম্যাচে সাফল্যের সঙ্গে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগও জিতে নিয়েছে বি লাভ ক্যান্ডি। যদিও সেখানে শেষ ম্যাচে নামতে পারেননি শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারঙ্গা। যদিও সেই ম্যাচ জিতে নিয়েছিল বি লাভ ক্যান্ডি। কিন্তু ওয়ানিন্দু হাসারঙ্গার এশিয়া কাপ খেলা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ।
এবারের লঙ্কা প্রিময়ার লিগে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। সেখানেই গোটা প্রতিযোগিতায় যেমন ১৯টি উইকেট তুলে নিয়েছেন তিনি, তেমনই ওয়ানিন্দু হাসারঙ্কার ঝুলিতে রয়েছে ২৭৯ রান। এই তারকা ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপে খেলতে না পারলে যে তারা অনেকটাই পিছিয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
The post হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আসন্ন এশিয়া কাপে অনিশ্চিত ওয়ানিন্দু হাসারঙ্গা appeared first on CricTracker Bengali.