২০০৭ সালের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

সেপ্টে. 21, 2023

No tags for this post.
Spread the love

Team India. (Photo Source: Twitter)

২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারত খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। এই বিশ্বকাপে ভারত গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এটিতে রাহুল দ্রাবিড় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এই বিশ্বকাপটি ওয়েস্ট ইন্ডিজ আয়োজন করেছিল।

১৯৯৯ এবং ২০০৩ সালের বিশ্বকাপের পর ২০০৭ সালের বিশ্বকাপেও ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। ফাইনালে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হয়েছিল। অস্ট্রেলিয়া ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ৫৩ রানে পরাজিত করেছিল।

১. ভারত বনাম বাংলাদেশ (ম্যাচ ৮)

IND vs BAN. (Photo Source: Twitter)

২০০৭ সালের বিশ্বকাপে এটি ছিল ভারতের প্ৰথম ম্যাচ। এই ম্যাচটিতে ভারত ৫ উইকেটে পরাজিত হয়েছিল। ভারতীয় দল ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল এবং মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গিয়েছিল। সৌরভ গাঙ্গুলী দলের জন্য সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ১২৯ বলে ৬৬ রান করতে সক্ষম হয়েছিলেন। যুবরাজ সিং ৫৮ বলে ৪৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। মাশরাফি মুর্তজা ৯.৩ ওভারে ৩৮ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছিলেন। আব্দুর রাজ্জাক এবং মহম্মদ রফিক ৩টি করে উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশ ৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৯২ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান যথাক্রমে ৫৩ বলে ৫১ রান, ১০৭ বলে অপরাজিত ৫৬ রান এবং ৮৬ বলে ৫৩ রান করেছিলেন। মুনাফ প্যাটেল এবং বীরেন্দ্র সেহওয়াগ ২টি করে উইকেট পেয়েছিলেন। এই ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন মাশরাফি মুর্তজা।

২. ভারত বনাম বারমুডা (ম্যাচ ১২)

IND vs BMUDA. (Photo Source: Twitter)

ভারতীয় দল এই ম্যাচটিতে অনেক বড় ব্যবধানে জয় পেয়েছিল। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৩ রান তুলতে সক্ষম হয়েছিল ভারত। বীরেন্দ্র সেহওয়াগ ৮৭ বলে ১১৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। সৌরভ গাঙ্গুলী ১১৪ বলে ৮৯ রান করতে সক্ষম হয়েছিলেন। যুবরাজ সিং এবং সচিন তেন্ডুলকার যথাক্রমে ৪৬ বলে ৮৩ রান এবং ২৯ বলে অপরাজিত ৫৭ রান করেছিলেন।

বারমুডার ইনিংস মাত্র ১৫৬ রানে শেষ হয়ে গিয়েছিল এবং ভারত ম্যাচটি ২৫৭ রানে জিতে নিয়েছিল। অজিত আগরকর এবং অনিল কুম্বলে ৩টি করে উইকেট শিকার করেছিলেন। জাহির খান ২টি উইকেট পেয়েছিলেন। এই ম্যাচটিতে বীরেন্দ্র সেহওয়াগ ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।

৩. ভারত বনাম শ্রীলঙ্কা (ম্যাচ ২০)

IND vs SL. (Photo Source: Twitter)

এই ম্যাচটিতে হেরে গিয়ে ওডিআই বিশ্বকাপ ২০০৭ থেকে বিদায় নিয়েছিল ভারত। শ্রীলঙ্কা ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান করেছিল। উপুল থারাঙ্গা ৯০ বলে ৬৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। চামারা সিলভার ব্যাট থেকেও ভালো রান এসেছিল। তিনি ৬৮ বলে ৫৯ রান করতে সক্ষম হয়েছিলেন। জাহির খান ১০ ওভারে ৪৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছিলেন।

ভারত রান তাড়া করতে নেমে ১৮৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সেহওয়াগ যথাক্রমে ৮২ বলে ৬০ রান এবং ৪৬ বলে ৪৮ রান করেছিলেন। মুথাইয়া মুরলিধরন ১০ ওভারে ৪১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।

The post ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador