২০০৮ সালে আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বিরাট কোহলি, এই উপলক্ষে দেখে নেওয়া যাক তার খেলা সেরা ৩টি ইনিংস

আগস্ট 18, 2023

No tags for this post.
Spread the love

Virat Kohli. (Image Source: BCCI)

২০০৮ সালের ১৮ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। সেই সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তিনি তার অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচে সচিন তেন্ডুলকার এবং বীরেন্দ্র সেহওয়াগের অনুপস্থিতিতে তিনি ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন।

নিজের অভিষেক ম্যাচে বিরাট কোহলি খুব বেশি রান করতে পারেননি। তিনি ২২ বলে মাত্র ১২ রান করে নুয়ান কুলাসেকারার শিকার হয়েছিলেন। সেই ম্যাচে ভারত মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর খুব সহজেই রান তাড়া করে ৮ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছিল শ্রীলঙ্কা।

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির নামে অনেক রেকর্ড রয়েছে। তিনি টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ১১১টি ম্যাচ খেলেছেন এবং ৮৬৭৬ রান করেছেন। অন্যদিকে, ওডিআই ক্রিকেটে তিনি ১৩,০০০ রানের খুব কাছাকাছি রয়েছেন। এই ফরম্যাটে ২৭৫টি ম্যাচের পর তার রানসংখ্যা হল ১২,৮৯৮। টি-২০ ক্রিকেটে তিনি ১১৫টি ম্যাচ খেলে ৪০০৮ রান করতে সক্ষম হয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির সেরা তিনটি ইনিংস

৩. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫৪* রানের ইনিংস

Virat Kohli. (Photo by GIANLUIGI GUERCIA/AFP via Getty Images)

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির সর্বোচ্চ রান হল ২৫৪* (৩৩৬)। ২০১৯ সালের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে তিনি এই রান করেছিলেন। তিনি এই ইনিংসটিতে ৩৩টি চার এবং ২টি ছয় মেরেছিলেন।

ভারত প্ৰথম ইনিংসে ১৫৬.৩ ওভারে ৫ উইকেটে ৬০১ রান করেছিল। দক্ষিণ আফ্রিকা প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১০ উইকেটে ২৭৫ রান এবং ১০ উইকেটে ১৮৯ রান করতে সক্ষম হয়েছিল। ভারত এই ম্যাচটি এক ইনিংস এবং ১৩৭ রানে জিতে নিয়েছিল।

২. পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস

Virat Kohli. ( Image Source: twitter )

২০১২ সালের এশিয়া কাপের পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৪৮ বলে ১৮৩ রান করেছিলেন বিরাট কোহলি। তার এই ইনিংসে ছিল ২২টি চার এবং ১টি ছয়। এটি হল একদিনের ক্রিকেটে তার সর্বোচ্চ রান।

এই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৯ রান তুলেছিল পাকিস্তান। বিরাট কোহলির অসাধারণ ইনিংসটির হাত ধরে ৪৭.৫ ওভারে ৪ উইকেটে ৩৩০ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল ভারত।

১. আফগানিস্তানের বিরুদ্ধে ১২২* রানের ইনিংস

Virat Kohli. (Photo by Quinn Rooney/Getty Images)

২০২২ সালের এশিয়া কাপের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১২টি চার এবং ৬টি ছয় সহ ৬১ বলে অপরাজিত ১২২ রান করেছিলেন বিরাট কোহলি। টি-২০ ক্রিকেটে এটি হল তার সর্বোচ্চ রান এবং একমাত্র শতরান।

এই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ২ উইকেটে ২১২ রান তুলতে সক্ষম হয়েছিল ভারত। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে আফগানিস্তান। ভারতীয় দল এই ম্যাচটিতে ১০১ রানে জয় পেয়েছিল।

The post ২০০৮ সালে আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বিরাট কোহলি, এই উপলক্ষে দেখে নেওয়া যাক তার খেলা সেরা ৩টি ইনিংস appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador