India Practice Jersey. ( Photo Source: Twitter )
ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড ্মযাচ দিয়ে সুরু হয়ে গিয়েছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। সেই ম্যাচের দিনই বিশ্বকাপের জন্য। ভারতীয় দলের অনুসীলন জার্সি প্রকাশ্যে এসেছে। আর তা নিয়েই শুরু হয়েছে নানান আলোচনা। ২০১১ ওডিআই বিশ্বকাপে ভারতের প্র্যাকটিস জার্সির সঙ্গেই এবারের বিশ্বকাপের টিম ইন্ডিয়ার প্র্যাকটিস জার্সির সাদৃশ্য খুঁজে পাচ্ছেন সকলে। আর সেই সঙ্গেই শুরু হয়েছে নানান গুঞ্জন। এবারও কী তবে বিশ্বকাপ ভারতের ঘরেই আসতে চলেছে। এমন নানান কথাবার্তাই চলছে চারিদিকে।
২০১১ সালে শেষবার ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসেছিল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল টিম ইন্ডিয়া। কেরিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ সেবার ঘরের মাঠেই জিতেছিল ভারতীয় দল। বারো বছর পর ফের ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই ভারতীয় দলের প্র্যাক্টিস জার্সি প্রকাশ করেছে বিসিসিআই। বৃহস্পতিবারই প্রথম সেই জার্সি পরে মাঠে নেমেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেই জার্সি দেখার পর থেকেই ২০১১ সালের বিশ্বকাপ জয়ের কথা সকলের মুখে। এমন সাদৃশ্য দেখার পর থেকেই ফের একবার ২০১১ বিশ্বকাপের পূণরাবৃত্তি দেখার আশায় যেন সকলে।
গেরুয়া জার্সি পরেই এবার ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিতে নামবে ভারতীয় দল
২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ঘরের মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। সেবার ভারতীয় দলের প্রস্তুতি জার্সি ছিল লাল রংয়ের। ঘরের মাঠে প্রথম দল হিসাবে বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছিল টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই ২৮ বছরের খরা কাটিয়েছিল ভারতীয় দল। এবারের বিশ্বকাপে লাল রং না হলেও গেরুয়া রংয়ের জার্সি পরেই প্রস্তুতিতে নামছে টিম ইন্ডিয়া। দুই রংয়ের সাদৃশ্য দেখার পর থেকেই নানান কথাবার্তায় সরগরম ভারতীয় ক্রিকেট মহল। সেই সাদৃশ্যের সঙ্গে বিশ্বকাপের সেই ঘটনারও পূণরাবৃত্তি হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ভারতীয় দলের প্রস্তুতি জার্সি পরে বিরাট কোহলিদের মাঠে নামার পর থেকেই সেই নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ভারতকী সত্যিই এবার বিশ্বকাপ জিততে চলেছে। সেই জার্সি দেখার পর যে এমন কথাবার্তাই বলবেন সকলে তা বলার অপেক্ষা রাখে না।
বৃহস্পতিবার বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে নেমেছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। আগামী ৮ অক্টোবর ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।
The post ২০১১ সালের সঙ্গে ২০২৩ বিশ্বকাপে ভারতের প্র্যাকটিস জার্সির সাদৃশ্য appeared first on CricTracker Bengali.