India 2011 World cup. ( Image Source: Twitter )
কপিল দেবের পর ভারতকে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এমএস ধোনির হাত ধরে প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে রেকর্ডও গড়েছিল ভারতীয় দল। প্রথম দল হিসাবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়েরক রেকর্ড গড়েছিল সেবার টিম ইন্ডিয়া। সেই বিশ্বকাপের মঞ্চেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন যুবরাজ সিং। সেইসঙ্গে কেরিয়ারের শেষ বিশ্বকাপে সচিন তেন্ডুলকরও ছিলেন অসাধারণ ফর্মে।
এই বিশ্বকাপেও মাত্র দুটো ম্যাচে ভারতের বিজয় রথ থেমেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হেরেছিল ভারত এবং ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ ড্র হয়েছিল টিম ইন্ডিয়ার। এটুকু বাদ দিলে কোনও দলই সেবার ভারতকেো আটকাতে পারেনি। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন যুবরাজ সিং। সেই বিশ্বকাপে ২০১১ সালে ৩৬২ রান করেছিলেন যুবরাজ সিং। সেইসঙ্গে প্রতিযোগিতার সেরাও হয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
২০১১ সালের বিশ্বকাপের মঞ্চে সেরা ক্রিকেটার হয়েছিলেন যুবরাজ সিং
প্রতি বিশ্বকাপের মঞ্চেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে একটা আলাদা উত্তেজনা থাকে। এই বিশ্বকাপের ম়ঞ্চেও তার অন্যথা ছিল না। সেইউ মঞ্চেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ত্রাতা হয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেই ম়ঞ্চেই পাকিস্তানের বিরুদ্ধে ফের একটা বিধ্বংসী ইনিংস কেলেছিলেন মাস্টার ব্লাস্টার। তাঁর ৮৫ রানের ইনিংসে ভর করেই ২৬০ রানে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। বাকিটা সামাল দিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের বোলাররা। পাকিস্তানকে ২৩১ রানেই থামিয়ে দিয়ছিল টিম ইন্ডিয়া।
সেই বিশ্বকাপেই ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। ম্যাচের শুরু থেকেই ছিল হাড্ডহাড্ডি লড়াই। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা করেছিল ২৭৪ রান। মালিঙ্গা, মুতাইয়া মুরলীথরণরা সেই ম্যাচে শুরুর থেকেই ভারতীয় ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। সেখানেই ৯৭ রানের ইনিংস খেলে ভারতের জয়ের রাস্তাটা প্রস্তুত করে দিয়েছিসলেনব গৌতম গম্ভীর। এরপরই সকলকে চমকে দিয়ে কঠিন পরিস্থিতিতে মাঠে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর সেই ইনিংস এখনও সকলের স্মৃতিতে টাটকা হয়ে রয়েছে।
বিরাট ওভার বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন এমএস ধোনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ৯১ রানের দুর্ধর্ষ ইনিংসে মুগ্ধ হয়েছিলেন সকলে। ৬ উইকেটে ম্যাচ জয়ের সঙ্গে বিশ্বকাপও জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গেই প্রথম দল হিসাবে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছিল টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই সেই অসাধ্য সাধন করেছিল ভারতীয় দল। এবার রোহিত শর্মা ফের একটা বিশ্বকাপ ভারতকে দিতে পারে কিনা সেটাই দেখার।
The post ২০১১ সালে প্রথম দল হিসাবে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছিল ভারত appeared first on CricTracker Bengali.