Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

২০২৩ সালে প্ৰথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান সম্পূর্ণ করলেন শুভমন গিল

নভে. 12, 2023

No tags for this post.

Shubman Gill. (Photo Source: Twitter)

১২ই নভেম্বর, রবিবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে একটি বিশেষ মাইলফলক স্পর্শ করলেন প্রতিভাবান ভারতীয় ব্যাটার শুভমন গিল।

২০২৩ সালে প্ৰথম ব্যাটার হিসেবে ২০০০ রান সম্পূর্ণ করলেন শুভমন গিল। তিনি স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে ম্যাচের আগে এই মাইলফলক থেকে মাত্র ১৭ রান পিছিয়ে ছিলেন। মাঠে নেমে ১৭ রান করতে খুব বেশি সময় নেননি এই প্রতিভাবান ভারতীয় ওপেনার।

শুভমন গিল বাদেও আরও দুইজন ভারতীয় ব্যাটার এই বছর ১০০০-এর বেশি রান করেছেন। তারা হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই তিনজন ব্যাটার বাদে যেসব ব্যাটাররা এই বছর ১০০০-এর বেশি রান করেছেন তারা হলেন – কুশল মেন্ডিস, ড্যারিল মিচেল, মহম্মদ ওয়াসিম, মার্নাস ল্যাবুশেন, এডেন মার্করাম, ট্র্যাভিস হেড, বাবর আজম, নাজমুল হোসেন শান্ত, বৃত্তি অরবিন্দ, আসিফ খান, ডেভন কনওয়ে, হ্যারি টেক্টর, মহম্মদ রিজওয়ান, পথুম নিসাঙ্কা, ডেভিড ওয়ার্নার, দিমুথ করুণারত্নে, টম ল্যাথাম, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, হ্যারি ব্রুক, ধনঞ্জয় দি সিলভা, উসমান খাওয়াজা, টেম্বা বাভুমা, ডেভিড মালান, জো রুট, ইব্রাহিম জাদরান, সাদিরা সামারাবিক্রমা, মুশফিকুর রহিম, বেন স্টোকস, লিটন দাস এবং কুইন্টন ডি কক।

এই বছর এখনও পর্যন্ত ২০৩৪ রান করেছেন শুভমন গিল

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শুভমন গিল এখনও পর্যন্ত ৪৩টি ম্যাচ খেলেছেন এবং ২০৩৪ রান করেছেন। তিনি এই রান ৪৯.৬০ গড় এবং ১০১.৮০ স্ট্রাইক রেটের সাথে করেছেন। এছাড়াও, এই বছর ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিনি এখন প্ৰথম স্থানে রয়েছেন।

শুভমন গিল বাদে বিরাট কোহলি, পথুম নিসাঙ্কা, রোহিত শর্মা, ড্যারিল মিচেল, বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান এই বছর ওডিআই ক্রিকেটে ১০০০-এর বেশি রান করেছেন। গিল ২০২৩ সালে ওডিআই ক্রিকেটে ইতিমধ্যেই ১৫০০ রান সম্পূর্ণ করে ফেলেছেন। তিনি এই রান সম্পূর্ণ করতে ২৭টি ইনিংস নিয়েছেন।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি সুন্দর ইনিংস খেলতে সক্ষম হয়েছেন শুভমন গিল। তিনি ৩২ বলে ৫১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৩টি চার এবং ৪টি ছয় মারতে সক্ষম হন।

The post ২০২৩ সালে প্ৰথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান সম্পূর্ণ করলেন শুভমন গিল appeared first on CricTracker Bengali.

সম্পর্কিত পোস্ট

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ২০২৩-২০২৪: আসন্ন সিরিজগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ২০২৩-২০২৪: আসন্ন সিরিজগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

India vs South Africa. (Photo Source: Twitter) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টি-২০, ৩টি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ১০ই ডিসেম্বর থেকে এই সফরটি শুরু হবে। প্ৰথমে টি-২০ সিরিজটি খেলা হবে। এটি ১৪ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর, ওডিআই সিরিজটি শুরু হবে। এটি ১৭ই...

“রিঙ্কু সিং তার ফিনিশারের ভূমিকার কারণে টি-২০ বিশ্বকাপের জন্য প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন” – অভিষেক নায়ার

“রিঙ্কু সিং তার ফিনিশারের ভূমিকার কারণে টি-২০ বিশ্বকাপের জন্য প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন” – অভিষেক নায়ার

Rinku Singh. ( Photo Source: DIBYANGSHU SARKAR/AFP via Getty Images ) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিষেক নায়ার মনে করছেন যে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ফিনিশার হিসেবে জায়গা করে নেবেন রিঙ্কু সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে খুব ভালো পারফরম্যান্সের...

দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ফরম্যাটের জন্য ভারতের আলাদা আলাদা অধিনায়ক নির্বাচন করা নিয়ে মুখ খুললেন ইরফান পাঠান

দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ফরম্যাটের জন্য ভারতের আলাদা আলাদা অধিনায়ক নির্বাচন করা নিয়ে মুখ খুললেন ইরফান পাঠান

Irfan Pathan. (Photo Source: Twitter) দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টি-২০, তিনটি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। টি-২০ সিরিজে সূর্যকুমার যাদব ভারতীয় দলকে...

Subscribe to Telegram
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy