loader image

Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

২০২৪ আইপিএলের পরই বিরাটের টি২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হবে, মনে করছেন সুনীল গাভাসকর

মে 26, 2023

No tags for this post.

Virat Kohli. (Image Source: IPL/BCCI)

আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে কী বিরাট কোহলিকে খেলানো উচিত্। এবারের আইপিএলের পর থেকে  অএই বিষয় নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন কিংবদন্তী তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর।  এখনই বিরাট কোহলির আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে কোনওরকম মন্তব্য করার সময় আসেনি বলেই মনে করছেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও একটা আইপিএল রয়েছে। সেখানেই বিরাট কোহলিকে পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত নেওয়া উচিত্ বলেই মনে করছেন তিনি।

এবারের আইপিএলে রয়্যাল ্চযৈালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুরন্ত ফর্মে চিলেন বিরাট কোহলি। জোড়া সেঞ্চুরী এসেছিল তাঁর ব্যাটে। আর তাতেই আপ্লুত হয়েছিলেন সকলে। শেষ দুই ম্যাচে বিরা কোহলির পারপরম্যান্স নিয়ে এখনও আলোচনা অব্যহত। আগামী ২০২৪ সালে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই দলে বিরাট কোহলিকে দেখা যেতে পারে কি্না তা নিয়েই চলছে নানান আলোচনা। তবে এখনই কোবনওরপরকম মন্তব্য করতে নারাদজ প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।

২০২৩ সাালের আইপিএলে ১৪ ম্যাচে ৬৩৯ রান করেছিলেন বিরাট কোহলি

তাঁর মতে এখনও অনেকটাই সময় রয়েছে সেই নিয়ে কোনওরকম আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার।কারণ সেই বূিশ্বকাপের আগেও একটি ইপিএল হবে। সেখানে বিরাট কোহলির পারফরম্যান্স দেখার পরই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তারুণ্যের ওপরই জোর দেবে তা বলার অপেক্ষা রাখে না। সেই  জন্যই বিরাট কোহলিকে সেই দলে দেখা যেতেপারে কিনা তা নিয়েও নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয়তা তো সময়ই বলবে।

এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “বিরাট কোহলির ফর্ম সেই সময়ই পর্যবেক্ষণ করতে হবে। এই মুহূর্তে সেই বিষয় নিয়ে আসোচনা করার মতো পরিস্থিতি আসেনি। যদি এই মূহূর্তে বারতীয় দলের কোনও আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলা নিয়ে কথা বার্তা হয়ে থাকে, সেই ম্যাচ রয়েছে গামী জুন মাসে। সেক্ষেত্রে বলা যেচেই পারে যে সেই দলে বিরাট কোহলি একেবারেই রয়েছেন। যে ধরণের ফর্ম তিনি এবার প্রদর্সন করেছেন”।

এবারের আইপিএলের সুরু থেকেই বিরাট কোহলির ব্যাটে ছিল রানের ঝড়। সেইসঙ্গে শেষ দুই ্মযাচে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরীর ঝলক সকলকেই নানান প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। এবারের আইপিএলে ১৪ ম্যাচ খেলে বিরাট কোহলির রান রয়েছে ৬৩৯।

The post ২০২৪ আইপিএলের পরই বিরাটের টি২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হবে, মনে করছেন সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.

Related Posts

প্রবল বৃষ্টির কারণে প্রথমবারের জন্য রিজার্ভ ডে-তে খেলা হবে আইপিএল ফাইনাল

প্রবল বৃষ্টির কারণে প্রথমবারের জন্য রিজার্ভ ডে-তে খেলা হবে আইপিএল ফাইনাল

Rain-affected IPL final. (Image Source: IPL/BCCI) লাগাতার বৃষ্টি আহমেদাবাদে এবং সেই কারণে আইপিএল ২০২৩ ফাইনালের টসও সম্ভব হল না। ম্যাচ পিছিয়ে পাঁচ ওভারে করার জন্য রাত ১২:০৬ অবধি সময় থাকলেও, ১১টার আগেই ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ ও আম্পায়াররা সিদ্ধান্ত নিয়ে ফেলেন ২৮শে...

প্রত্যেক রাজ্য অ্যাসোসিয়েশনে স্ট্রেংথ ও কন্ডিশনিং প্রশিক্ষক রাখা বাধ্যতামূলক করলেন জয় শাহ

প্রত্যেক রাজ্য অ্যাসোসিয়েশনে স্ট্রেংথ ও কন্ডিশনিং প্রশিক্ষক রাখা বাধ্যতামূলক করলেন জয় শাহ

Jay Shah. (Photo Source: Twitter) বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বলেছেন যে রাজ্য ইউনিটগুলি যাতে স্ট্রেংথ ও কন্ডিশনিংয়ের জন্য প্রশিক্ষক নিয়োগ করে এবং ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া ওষুধের নিয়ম মেনে দল তৈরি করে তা নিশ্চিত করার জন্য...

দ্বিতীয়বার ডাব্লিউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন

দ্বিতীয়বার ডাব্লিউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin. (Photo Source: BCCI) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ৭ই জুন থেকে লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলা হবে। এই নিয়ে টানা...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports Ambassadors
Generated by Feedzy