Anushka Sharma’s Instagram story and Virat Kohli. (Photo Source: Anushka Sharma/ Instagram and Surjeet Yadav/Getty Images)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি দুরন্ত শতরান করলেন বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটে এটি ছিল তার ৪৯ তম শতরান। এই শতরানের পর নিজের স্ত্রী অনুষ্কা শর্মার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেলেন তিনি।
ওডিআই ক্রিকেটে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরেরও ৪৯টি শতরান রয়েছে। সুতরাং, এই মুহূর্তে ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি শতরান করা খেলোয়াড়দের তালিকায় দুইজন ভারতীয় রয়েছেন। বিরাট কোহলির ৪৮ তম শতরানটিও এই টুর্নামেন্টে এসেছিল। তিনি বাংলাদেশের বিরুদ্ধে ৯৭ বলে অপরাজিত ১০৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। চলতি ওডিআই বিশ্বকাপে তিনি প্ৰথম ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ৫০টি শতরান করার রেকর্ড করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
অনুষ্কা শর্মা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে লিখেছেন, “আপনে বার্থডে পে খুদ কো প্রেসেন্ট”, (নিজের জন্মদিনে নিজেকে দেওয়া একটি পুরস্কার)।
Anushka Sharma’s Instagram story on King Kohli. pic.twitter.com/jHVWTe5bGX
— CricketMAN2 (@ImTanujSingh) November 5, 2023
কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২১ বলে অপরাজিত ১০১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বিরাট কোহলি। তিনি এই ইনিংসে ১০টি চার মারতে সক্ষম হন। তার এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে ১৩৪ রানের একটি দারুণ পার্টনারশিপ হয়। শ্রেয়াস ৭টি চার এবং ২টি ছয় সহ ৮৭ বলে ৭৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। রোহিত শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং রবীন্দ্র জাদেজা যথাক্রমে ২৪ বলে ৪০ রান, ২৪ বলে ২৩ রান, ১৪ বলে ২২ রান এবং ১৫ বলে অপরাজিত ২৯ রান করেন। বিরাটের শতরানের হাত ধরে দক্ষিণ আফ্রিকার সামনে ৩২৭ রানের লক্ষ্য রাখতে সক্ষম হয়েছে ভারত। শেষমেশ রোহিত শর্মার নেতৃত্বাধীন দল তাদের অষ্টম জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ইতিমধ্যেই ৫৪৩ রান করে ফেলেছেন বিরাট কোহলি
চলতি ওডিআই বিশ্বকাপে সবথেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় এই মুহূর্তে দুই নম্বর স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি ৮টি ইনিংস খেলে ৫৪৩ রান করতে সক্ষম হয়েছেন। তিনি ২টি শতরান এবং ৪টি অর্ধশতরান সহ এই রান করেছেন।
এই তালিকায় প্ৰথম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ওপেনার কুইন্টন ডি কক। তিনি বিরাট কোহলির থেকে মাত্র ৭ রানে এগিয়ে রয়েছেন। তিনি ৮টি ইনিংস খেলেছেন এবং ৪টি শতরান সহ ৫৫০ রান করেছেন। শেষমেশ কোহলি এই তালিকায় প্ৰথম স্থান অর্জন করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post ৪৯তম শতরানের পর বিরাট কোহলিকে শুভেচ্ছা জানালেন তার স্ত্রী অনুষ্কা শর্মা appeared first on CricTracker Bengali.










