৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে নামতে চলেছেন বিরাট কোহলি, দেখে নেওয়া যাক তাঁর পরিসংখ্যান

জুলাই 20, 2023

No tags for this post.
Spread the love

Virat Kohli. (Photo Source: BCCI)

আর কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেখানেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়তে চলেছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক মঞ্চে ৫০০ ম্যাচের নজির গড়তে চলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ ঘোষণা হওয়ার সঙ্গেই বিরাট কোহলির মুকুটে উঠবে নতুন পালক। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। বিশ্ব ক্রিকেটের প্রতিটি মঞ্চেই বহু রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। টেস্টের মঞ্চেও তাঁর রেকর্ড কম কিছু নেই।

ওয়েস্ট ইন্ডিেডের বিরুদ্ধে কেরিয়ারের অন্যতম সেরা মাইলস্টোন গড়তে চলেছেন তিনি। ২০০৮ সালে ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। ২০১০ সাল থেকেই বিরাট কোহলির গ্রাউটা ওপরের দিকে উঠতে শুরু করেছিল। সেই জায়গা থেকেই যে তিনি তাঁর কিংবদন্তী হয়ে ওঠার বার্তাটাও সকলকে দিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ক্রিকেটের ম়ঞ্চে বিরাট কোহলি যে একজন কিংবদন্তী হয়ে উঠেছেন তা বলার অপেক্ষা রাখে না। সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকরদের সঙ্গে এলিট তালিকাতেই রয়েছে তাঁর নাম।

ভারতীয় হিসাবে টেস্টের মঞ্চে সর্বোচ্চ দ্বিশতরান রয়েছে বিরাট কোহলির

এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১১০টি টেস্ট ম্যাচ খেলা হয়ে গিয়েছে বিরাট কোহলির। সেখানেই ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। টেস্টের মঞ্চে ৮,৫৫৫ রান করে ফেলেছেন বিরাট কোহলি। সেইসঙ্গে তাঁর সেঞ্চুরী রয়েছে এই ফর্ম্যাটে ২৮ টি। অর্ধশতরান করেছেন ২৯ টি। এই মুহর্তে ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টের মঞ্চে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। টেস্টের বাইশগজে বিরাট কোহলির সর্বোচ্চ রান রয়েছে ২৫৪।

শুধুমাত্র তাই নয়। ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টের মঞ্চে সর্বোচ্চ দ্বিশতরান রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। ভারতীয় ব্যাটার হিসাবে এই মুহূর্তে ৭টি দ্বিশতরান রয়েছে এই তারকা ক্রিকেটারের। এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ দ্বিশতরান রয়েছে তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের। বিশ্ব ক্রিকেটের মঞ্চে তাঁর ঝুলিতে ১২টি দ্বিশতরান। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্স রয়েছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। সেখানেই রয়েছে ৮৯৮ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে তাঁর ঝুলিতে রয়েছে দুটি শতরান ও ছয়টি অর্ধশতরান। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে বিরাট কোহলির টেস্টে সর্বোচ্চ রান রয়েছে ২০০। এছাড়া টেস্টের মঞ্চে অধিনায়ক হিসাবেও রয়েছে সাফল্য। এখনও পর্যন্ত তাঁর নেতৃত্বে ৬৮টি টেস্ট খেলেছে ভারতীয় দল। সেখানেই ৪০টি ম্যাচ জিতেছেন বিরাট কোহলি। হেরেছেন ১৭টি এবং ড্র করেছে ১১ টি ম্যাচ।

The post ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে নামতে চলেছেন বিরাট কোহলি, দেখে নেওয়া যাক তাঁর পরিসংখ্যান appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador