Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

৫০ তম ওডিআই শতরানের জন্য সচিন তেন্ডুলকরের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার পর মুখ খুললেন বিরাট কোহলি

নভে. 15, 2023

No tags for this post.

Virat Kohli. ( Photo Source: Robert Cianflone/Getty Images )

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে একটি অনবদ্য রেকর্ড করলেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দিয়ে এখন ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি শতরানের মালিক হলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

সচিন তেন্ডুলকর ওডিআই ক্রিকেটে ৪৯টি শতরান করেছিলেন। চলতি ওডিআই বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় ৪৯ তম শতরানটি সম্পূর্ণ করেছিলেন বিরাট কোহলি। এরপর সেমিফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের ৫০ তম শতরানটি সম্পূর্ণ করলেন এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার।

বিরাট কোহলির ৫০ তম শতরানের পর তাকে শুভেচ্ছা জানান সচিন তেন্ডুলকর। এরপর বিরাট কোহলি নিজের বক্তব্য জানান।

প্ৰথম ইনিংসের পর বিরাট কোহলি বলেন, “এটি একটি ভালো অনুভূতি। মহান ব্যক্তি একটু আগে আমাকে অভিনন্দন জানিয়েছেন। এটা স্বপ্নের মত মনে হচ্ছে, খুব ভালো লাগছে যে এটা সত্যি হয়েছে। আমাদের জন্য এটি বড় ম্যাচ এবং আমি ভূমিকা পালন করেছি যাতে আমার চারপাশের ছেলেরা এসে নিজেদের প্রকাশ করতে পারে। আমি আগেও বলেছিলাম, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমার দলকে জেতানো। এই টুর্নামেন্টে আমাকে একটি ভূমিকা দেওয়া হয়েছে এবং আমি ভালোভাবে সেটি পালন করার চেষ্টা করছি। এটাই ধারাবাহিকতার চাবিকাঠি- পরিস্থিতি অনুযায়ী খেলুন এবং দলের হয়ে খেলুন। ৫০টি শতরান একটি স্বপ্নের জিনিস। সচিন পাজি সেখানে দাঁড়িয়ে ছিলেন। এটা প্রকাশ করা আমার জন্য খুবই কঠিন। আমার জীবনসঙ্গী, আমার নায়ক – তারা এখানে বসে আছে। আর ওয়াংখেড়েতে ভক্তরাও রয়েছেন। ৪০০ রান পাওয়াটা আশ্চর্যজনক; শ্রেয়সকে অনেক কৃতিত্ব দিতে হবে। কেএল শেষটা খুব ভালোভাবে করেন।”

The hug moment of Virat Kohli and Sachin Tendulkar.

– The moment for lifetime, Frame this picture…!!!!❤️ pic.twitter.com/H7Pu0D7l0V

— CricketMAN2 (@ImTanujSingh) November 15, 2023

“একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, আমার জন্য এর থেকে বেশি খুশির আর কিছু হতে পারে না” – সচিন তেন্ডুলকর

বিরাট কোহলির শতরানের পর এক্সে সচিন তেন্ডুলকর লেখেন, “প্রথমবার যখন আমি ভারতীয় দলের সাজঘরে তোমার সাথে দেখা করেছিলাম, বাকি সতীর্থরা তোমার সাথে মজা করেছিল যে তোমাকে আমার পা ছুঁতে হবে। সেদিন আমি হাসি থামাতে পারিনি। কিন্তু শীঘ্রই, তুমি তোমার আবেগ এবং দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ করেছিলে। আমি খুব খুশি যে সেই যুবকটি বড় হয়ে ‘বিরাট’ খেলোয়াড় হয়েছে।”

তিনি যোগ করেছেন, “একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, আমার জন্য এর থেকে বেশি খুশির আর কিছু হতে পারে না এবং তুমি এটি সবচেয়ে বড় মঞ্চে করেছ – বিশ্বকাপের সেমিফাইনালে – এবং আমার হোম গ্রাউন্ডে, এটি মুহূর্তটিকে আরও বিশেষ করে দিয়েছে।”

The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.

I… pic.twitter.com/KcdoPwgzkX

— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023

The post ৫০ তম ওডিআই শতরানের জন্য সচিন তেন্ডুলকরের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার পর মুখ খুললেন বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.

সম্পর্কিত পোস্ট

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ২০২৩-২০২৪: আসন্ন সিরিজগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ২০২৩-২০২৪: আসন্ন সিরিজগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

India vs South Africa. (Photo Source: Twitter) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টি-২০, ৩টি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ১০ই ডিসেম্বর থেকে এই সফরটি শুরু হবে। প্ৰথমে টি-২০ সিরিজটি খেলা হবে। এটি ১৪ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর, ওডিআই সিরিজটি শুরু হবে। এটি ১৭ই...

“রিঙ্কু সিং তার ফিনিশারের ভূমিকার কারণে টি-২০ বিশ্বকাপের জন্য প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন” – অভিষেক নায়ার

“রিঙ্কু সিং তার ফিনিশারের ভূমিকার কারণে টি-২০ বিশ্বকাপের জন্য প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন” – অভিষেক নায়ার

Rinku Singh. ( Photo Source: DIBYANGSHU SARKAR/AFP via Getty Images ) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিষেক নায়ার মনে করছেন যে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ফিনিশার হিসেবে জায়গা করে নেবেন রিঙ্কু সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে খুব ভালো পারফরম্যান্সের...

দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ফরম্যাটের জন্য ভারতের আলাদা আলাদা অধিনায়ক নির্বাচন করা নিয়ে মুখ খুললেন ইরফান পাঠান

দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ফরম্যাটের জন্য ভারতের আলাদা আলাদা অধিনায়ক নির্বাচন করা নিয়ে মুখ খুললেন ইরফান পাঠান

Irfan Pathan. (Photo Source: Twitter) দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টি-২০, তিনটি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। টি-২০ সিরিজে সূর্যকুমার যাদব ভারতীয় দলকে...

Subscribe to Telegram
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy