MS Dhoni. (Photo by Tom Shaw/Getty Images)
৭ই জুলাই, শুক্রবার, ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৪২ বছর পূর্ণ হবে। ২০২০ সালের ১৫ই আগস্ট তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে ক্রিকেটকে তিনি এখনও পর্যন্ত বিদায় জানাননি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরেও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে খেলা চালিয়ে গেছেন। আগামী মরসুমেও তাকে সিএসকের জার্সিতে দেখা যেতে পারে। যদিও তিনি এই ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানাননি।
২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল এমএস ধোনির নেতৃত্বে খেলেছিল। ১৯৮৩-এর পর তার নেতৃত্বেই আবার বিশ্বকাপের ছোঁয়া পেয়েছিল ভারত। সেবারের টি-২০ বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ রানে পরাজিত করেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই বিশ্বকাপটি জিতেছিল ভারত।
২০১১ সালে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া হতে দেয়নি। ফাইনাল ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। মাহেলা জয়বর্ধনে ৮৮ বলে অপরাজিত ১০৩ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। কিন্তু এমএস ধোনি এবং গৌতম গম্ভীরের দুর্দান্ত ইনিংসের হাত ধরে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত। ধোনি ৮টি চার এবং ২টি ছয় সহ ৭৯ বলে অপরাজিত ৯১ রান করেছিলেন। তিনি সেই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার নেতৃত্বে ভারত ট্রফি জিতেছিল। ফাইনালে ভারতের সামনে ছিল ইংল্যান্ড। ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করেছিল। ইংল্যান্ড রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান তুলতে সক্ষম হয়েছিল।
আন্তর্জাতিক ক্রিকেটে ৫৩৮টি ম্যাচ খেলেছিলেন এমএস ধোনি
মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেটে ৯০টি ম্যাচ খেলেছিলেন এবং ৪৮৭৬ রান করেছিলেন। তার গড় ছিল ৩৮.১। তিনি এই ফরম্যাটে ৬টি শতরান করেছিলেন। ওডিআই ক্রিকেটে তিনি ৩৫০টি ম্যাচ খেলে ১০৭৭৩ রান করেছিলেন। তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৫০.৬ এবং ৮৭.৬। তিনি একদিনের ক্রিকেটে ১০টি শতরান করেছিলেন।
টি-২০ ক্রিকেটে তিনি ৯৮টি ম্যাচ খেলে ১৬১৭ রান করতে সক্ষম হয়েছিলেন। তিনি এই রান ৩৭.৬ গড় এবং ১২৬.১ স্ট্রাইক রেটে বানিয়েছিলেন। এমএস ধোনি আইপিএলে এখনও পর্যন্ত ২৫০টি ম্যাচ খেলে ৫০৮২ রান করেছেন। তার নেতৃত্বে সিএসকে ৫ বার আইপিএল ট্রফি জিতেছে।
The post ৭ই জুলাই: ৪২ পা দিলেন ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি appeared first on CricTracker Bengali.