Mohammed Shami. ( Image Source: BCCI )
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি। তারই পুরস্কার এবার পেতে চলেছেন তিনি। অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ সামি। নতুন বছরের ৯ জানুয়ারী ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের হাতে উঠতে চলেছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহলে খুশির আবহ। ২০২৩ সালে ভারতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই তারকা ক্রিকেটার। ফাইনালে উঠলেও বিশ্বকাপ জিততে পারেনি ঠিকই, কিন্তু মহম্মদ সামির হাত কিন্তু একেবারেই ফাঁকা নয়। তাঁর সাফল্যকে স্বকৃতি দিতেই এই পুরস্কার এবার উঠতে চলেছে মহম্মদ সামির হাতে।
বেশ কয়েকদিন ধরেই এই জল্পনাটা শোনাযাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই সত্যি হতে চলেছে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এবার উঠতে চলেছে এই তরাক ক্রিকেটারের হাতে। আর তাতেই আপ্লুত সকলে। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে মহম্মদ সামির পারফরম্যান্স ছিল অসাধারণ। মাত্র সাতটি ইনিংস খেলই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গিয়েছিলেন তিনি। একইসঙ্গে এবারের বিশ্বকাপের মঞ্চে একাধাক রেকর্ডও গড়েছিলেন এই তারকা ক্রিকেটার।
এবারের ওডিআই বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে তিনি খেলেছেন মাত্র ৭টি ম্যাচ। সেই সাত ম্যাচেই প্রতিপক্ষ শিবিরের ব্যাটারদের কার্যত নাস্তানাবুদ করেছিলেন মহম্মদ সামি। প্রতি ম্যাচেই তাঁর ঝুলিতে এসেছে একের পর এক উইকেট। সাত ম্যাচ খেলে এবার বিশব্কাপের ২৪টি উইকেট তুলে নিয়েছিলন মহম্মদ সামি। যার মধ্যে দুটো ম্যাচে পাঁচটি করে উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন মহম্মদ সামি। তাঁর এই পারফরম্যান্স মুগ্ধ করেছে পরশ মম্বরেকে। সেইসঙ্গে মহম্মদ সামির সঠিক জায়গায় বোলিং করার দক্ষতাও আপ্লুত করছে ভারতীয় দলের বোলিং কোচ সহ সকলকে।
Our beloved Indian pacer @MdShami11 won the Arjuna Award for outstanding performance in WC 2023 🔥🥵.#ArjunaAward#Shami pic.twitter.com/3qxftJdaBJ
— 🩵 N A A N I 🖤 (@naani_its_me_) December 20, 2023
Mohammed Shami is to be conferred with the prestigious Arjuna Award for his spectacular performance in cricket 🙌#ArjunaAward #MohammedShami pic.twitter.com/dl5qjfzjhd
— MOhammad ZAin (@Mohammadzain_) December 20, 2023
Mohammed Shammi didn’t get the award.
Award got Mohammed Shami.
Congratulations, Mohammed Shami to win the Arjuna Award 🐐. #TeamIndia #BCCI #ArjunaAward #MohammedShami pic.twitter.com/GdkRSYMDtb
— Sia (@siaofficial9) December 20, 2023
Mohammed Shammi didn’t get the award.
Award got Mohammed Shami.
Congratulations, Mohammed Shami to win the Arjuna Award 🐐. #MohammedShami #ArjunaAward #Cricket #Shami pic.twitter.com/nUTWXhivqR
— PRASHU (@PRASHU_PP) December 20, 2023
The Greatest Mohammed Shami 🫡 Today he will honoured Arjuna Award
#MohammedShami pic.twitter.com/2WRfwAL5x3
— Vikas Jat (@VikasJa09019147) December 20, 2023
CONGRATULATIONS
Mohammed Shami to win the Arjuna Award 🐐.#MohammedShami #WhistlePodu #INDvAUS pic.twitter.com/KZ4NaIxdtW
— Vin Choudhary (@vin_dholiya) December 20, 2023
Mohamed Shami will receive the Arjuna Award from the President on January 9th.
– Shami, legend of Indian cricket. pic.twitter.com/CxOx1vLZ0k
— Johns. (@CricCrazyJohns) December 20, 2023
⚡ 𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗻𝗲𝘄𝘀 ⚡
Shami writes his own script: to receive the Arjuna Award on January 09th, 2024🏆#AavaDe pic.twitter.com/km4AuWlETc
— Gujarat Titans (@gujarat_titans) December 20, 2023
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। একইসঙ্গে তিনিই দ্রুততম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়েছেন ৫০ উইকেট। এতকিছুর মধ্যে একটাই আফসোস সকলের। বিশ্বকাপের ফাইনালে নিজের বিধ্বংসী পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে মহম্মদ সামির উইকেট রয়েছে ১৯৫টি এবং টেস্টের মঞ্চে রয়েছে ২২৯টি। টি টোয়েন্টি ফর্ম্যাটে পেয়েছেন ২৪টি উইকেট।
এবারের বিশ্বকা্পের সুরুর দিুকে তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। লিগ পর্বের একেবারে শেষের দিকেই তাঁকে খেলানো হয়েছিল। সেখানেই সকলকে অবাক করে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে বল হাতে শুরুটা ভালভাবেই করেছিলেন তিনি। কিন্তু ফাইনালের দিন ব্যর্থ হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে নিজের আবেগও চেপে রাখতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। চোখ ভরেছিল জলে। এবার সেই সামিকেই দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার দেওয়ার ঘোষণা।
The post অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ সামি, সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল appeared first on CricTracker Bengali.










