Shubman Gill . ( Photo Source: Pankaj Nangia/Getty Images )
জল্পনাটা চলছিলই। শেষপর্যন্ত তেমনটাই হল। চেন্নাইয়ে পৌঁছনোর পর থেকেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন শুভমন গিল। যদিও তাঁকে নিয়ে শেষপর্যন্ত হাল ছাড়তে নারাজ ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু শেষরক্ষা হল না। জ্বরের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই চিটকে গেলেন শুভমন গিল। তাঁর জায়গাতে ঈশান কিষাণকে নিয়েই ওপেন করতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শুভমন গিলের দ্রুত আরোগ্য কামনাতেইউ এখন সকলে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের আরোগ্য কামনায় নেটিজেনরা।
ভারতীয় দলের হয়ে এবারের বিশ্বকাপের মঞ্চে অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন শুভমন গিল। তাঁকে নিয়ে প্রত্যাশার পারদটা ক্রমশই চড়তে শুরু করেছিল। কিন্তু প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় শিবিরে সবচেয়ে বড় ধা্ক্কাটা লেগেছিল। হঠাত্ই জ্বরে আক্রান্ত হয়েছিলেন শুভমন গিল। সেইসঙ্গেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল নানান হিসাব নিকাশও। শোনাযাচ্ছে তিনি নাকি চেন্নাইয়ে পৌঁছে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যদিও ভারতীয় দল এবং বোর্ডের তরফে সেই সম্বন্ধা স্পষ্ট করকে কিছু জানানো হয়নি।
চেন্নাইয়ে পৌঁছনোর পরই জ্বরে আক্রান্ত হয়েছেন শুভমন গিল
তবে তিনি যে এখথনও পর্যন্ত খেলার মতো সুস্থ নন তা বেশ স্পষ্ট। রাহুল দ্রাবিড় থেকে রোহিত শর্মা শুভমন গিলকে আশাবাদী থাকলেও, প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই নামতে হয়েছে ভারতীয় দলকে। সেই থেকে এই বিশ্বকাপের মনঞ্চে শুভমন গিলের ভবিষ্যত নিয়েও নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত ভারতীয় দলের হয়ে এবারের বিশ্বকাপে তিনি খেলতে পারবেন তো। রবিবার ম্যাচ শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভমন গিলের আরোগ্য কামনায় সকলে। তাঁর দ্রুত সেরে ওঠার অপেক্ষাতেই এখন অগুন্তী ভারতীয় ক্রিকেট ভক্ত।
All the best #ShubmanGill 🇮🇳 #WorldCup2023 pic.twitter.com/G9ei9w753D
— Sara Tendulkar (@imsaratendulkar) October 7, 2023
NEWS ALERT: Shubman Gill has been ruled out of India’s World Cup opener against Australia due to illness#INDvAUS #ShubmanGill
— CricTracker (@Cricketracker) October 8, 2023
🚨 SHUBMAN GILL HAS TESTED POSITIVE FOR DENGUE! 🚨
This is a huge blow for India and very unfortunate news for Shubman Gill! 😢
Hope he recovers soon! 💙#ShubmanGill #icccricketworldcup2023 #ENGvNZ #PAKvNED pic.twitter.com/XMEE9tHYWu
— BatBallBanter 🏏 (@batballbanters) October 6, 2023
Wishing Shubman Gill a speedy recovery 🥺❣️
He was really excited for his debut world cup but 💔💔
Hopefully he will be there in the next match 🤞🤞#ShubmanGill #WorldCup2023#INDvsAUS pic.twitter.com/y6OMZbV4j2
— 𝓡𝓲𝓶𝓳𝓱𝓲𝓶 ❤︎❤︎ (@Rimjhim_2202) October 8, 2023
Shubman Gill ruled out of the match against Australia. [Star Sports] pic.twitter.com/F55sMe5G7h
— Johns. (@CricCrazyJohns) October 8, 2023
Get well soon Shubman Gill ❤️ pic.twitter.com/iuwph9ih4M
— Shubman Gang (@ShubmanGang) October 7, 2023
এই বছরে ব্যাট হাতে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। সেখানেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যেমন দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। তেমনই আইপিএলের মঞ্চেও সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের এশিয়া কাপেও শুভমন গিলের ব্যাট থেকে বড় রানের পারফরম্যান্স দেখা গিয়েছিল। সেই থেকেই তাঁকে নিয়ে ধিরে যে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না।
কয়েকদিন আগেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ। সেখানেও ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন শুভমন গিল। শেষপর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি কবে মাঠে ফিরতে পারেন সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেই শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনায় সকলে appeared first on CricTracker Bengali.










