Rohit Sharma. (Photo Source: R.SATISH BABU/AFP via Getty Images)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে সমস্যার মধ্যে পড়ে গিয়েছে ভারত। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৯.৩ ওভারে ১০ উইকেটে ১৯৯ রান তুলেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। রানের লক্ষ্য খুব বড় না হলেও শুরুতেই ৩ উইকেট হারিয়ে ফেলায় এই মুহূর্তে অনেকটাই কোণঠাসা হয়ে গেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
এই ম্যাচে অসুস্থতার কারণে শুভমন গিল খেলছেন না। তার অনুপস্থিতিতে এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেনিং করতে নামেন ইশান কিষান। কিন্তু তিনি ব্যাট হাতে স্কোরবোর্ডে কোনো অবদানই রাখতে পারলেন না। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্কের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে এই ২৫ বছর বয়সী ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। তিনি এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি।
ওডিআই বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসেবে এটি হল রোহিত শর্মার প্ৰথম ম্যাচ। কিন্তু এই ম্যাচে তিনি খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করলেন। ইশান কিষান আউট হওয়ার পর দ্বিতীয় ওভারেই জশ হ্যাজেলউডের বলে এলবিডব্লু হন এই অভিজ্ঞ ভারতীয় ওপেনার। তিনি স্কোরবোর্ডে কোনো রানই যোগ করতে পারেননি।
শুরুতেই ২টি উইকেট হারানোর পর ভারতের একটি ভালো পার্টনারশিপের প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক ওডিআই সিরিজে একটি দুরন্ত শতরান করেছিলেন শ্রেয়াস আইয়ার। কিন্তু এবারের ওডিআই বিশ্বকাপে ভারতের প্ৰথম ম্যাচে পুরোপুরিভাবে ব্যর্থ হলেন তিনি। রোহিত শর্মা এবং ইশান কিষানের পর তিনিও ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। জশ হ্যাজেলউডের বলে ডেভিড ওয়ার্নারের হাতে একটি সহজ ক্যাচ দিয়ে আউট হন এই ২৮ বছর বয়সী প্রতিভাবান ব্যাটার।
বিরাট কোহলি এবং কেএল রাহুলের ব্যাট থেকে ভালো রান দেখতে চাইবে ভারতীয় দলের সমর্থকরা
এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং কেএল রাহুল। একটি ভালো পার্টনারশিপ না হলে ভারত আরও বড় সমস্যার মধ্যে পড়ে যাবে। কোহলি এবং রাহুল উভয় ব্যাটারের কাছেই অনেক অভিজ্ঞতা রয়েছে। এই ম্যাচে তারা কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।
এই ম্যাচে বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি ১০ ওভারে মাত্র ২৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। তিনি স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন এবং অ্যালেক্স কেরিকে আউট করেছিলেন। ভারতের আজ ব্যাটিংয়ের ক্ষেত্রে তাকে প্রয়োজন হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে বিপাকে ভারত, দুই ওপেনার সহ ব্যর্থ শ্রেয়াস আইয়ারও appeared first on CricTracker Bengali.










