Danish Kaneria. (Photo Source: Twitter)
অস্ট্রেলিয়ায় পাকিস্তানের শীর্ষস্থানীয় উইকেট শিকারীদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করলেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার এর আগেও বিভিন্ন কারণে পিসিবির সমালোচনা করেছিলেন। সাম্প্রতিক এই ঘটনাটির কারণে তাদের মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে গেছে।
পিসিবির প্রকাশিত একটি তালিকা অনুযায়ী, পাকিস্তানের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়াসিম আকরামের বোলিংয়ের গড় সর্বনিম্ন। এই তালিকায় ইমরান খান, ইকবাল কাসিম, সরফরাজ নওয়াজ, মুশতাক আহমেদ, সাকলাইন মুশতাক এবং মহম্মদ আসিফের নামও রয়েছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ায় দানিশ কানেরিয়া ৫টি টেস্ট ম্যাচ খেলেছিলেন এবং ৪০.৫৮ গড়ে ২৪টি উইকেট নিয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে, সেরা বোলিং গড়ের উপর ভিত্তি করে পিসিবি এই র্যাঙ্কিংটি প্রকাশ করেছে।
দানিশ কানেরিয়া এক্সে লিখেছেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাহসিকতা দেখুন। আমি অস্ট্রেলিয়ায় ৫ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলাম কিন্তু তারা আমার নাম তালিকা থেকে সরিয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে নিছক বৈষম্যের জীবন্ত উদাহরণ।”
Just look at the audacity of Pakistan Cricket Board. I took 24 wickets in 5 matches in Australia but they removed my name from the list. The living example of sheer discrimination against me. pic.twitter.com/HhkamhdFMc
— Danish Kaneria (@DanishKaneria61) December 23, 2023
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নামবে পাকিস্তান
২৬শে ডিসেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান। প্ৰথম টেস্ট ম্যাচটিতে লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে আর একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়ায় তাদের টানা ১৫টি টেস্ট ম্যাচে হারের মুখোমুখি হতে হয়েছে। দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে পাকিস্তান কামব্যাক করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
উল্লেখযোগ্যভাবে, পাকিস্তান দল চোটের কারণে সমস্যার মধ্যে পড়ে গেছে। ফাস্ট বোলার খুররম শাহজাদ এবং স্পিনার নোমান আলি সিরিজটি থেকে ছিটকে গেছেন।
প্ৰথম টেস্ট ম্যাচটিতে অস্ট্রেলিয়া প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ১০ উইকেটে ৪৮৭ রান তুলতে সক্ষম হয়েছিল। পাকিস্তান প্ৰথম ইনিংসে ২৭১ রানে অলআউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৩ রান করার পর ইনিংস ডিক্লেয়ার দিয়েছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বোলিংয়ের দাপটে ধরাশায়ী হয়েছিল শান মাসুদের নেতৃত্বাধীন দল। তাদের ইনিংস মাত্র ৮৯ রানে শেষ হয়ে গিয়েছিল।
পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সরফরাজ আহমেদ, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, সাউদ শাকিল, সালমান আলি আগা, ফহিম আশরফ, শাহীন শাহ আফ্রিদি, আমির জামাল, সাজিদ খান, আবরার আহমেদ।
The post অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট রেকর্ড থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য পিসিবির সমালোচনা করলেন দানিশ কানেরিয়া appeared first on CricTracker Bengali.










